August 2, 2025

জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী!!

 জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-জিরানীয়া মহকুমার বেলবাড়ি আরডি ব্লকের অধীনে আয়োজিত ধরতি আভা জন ভাগিদারী অভিযানের জেলাভিত্তিক মেগা প্রচার কর্মসূচির সূচনা করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার সবসময় জনজাতিদের কল্যাণে কাজ করছে। জনজাতিদের প্রকৃত উন্নয়ন না হলে উৎকর্ষ মানের ত্রিপুরা গড়ে তোলাও সম্ভব নয়। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি। তাই জনকল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সরকার। মন্ত্রী থেকে শুরু করে সব অংশের জনপ্রতিনিধিরাই জনগণের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন যে সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন না হলে দেশও উন্নত হবে না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের প্রায় সাতশ জনজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি। দেশের বর্তমান রাষ্ট্রপতিও জনজাতি সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন। ত্রিপুরার মতো ছোট রাজ্য থেকেও রাজ পরিবারের এক সদস্যকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, এসব সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদির জন্য। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যও কাজ করে যাচ্ছেন তিনি।


মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে কীভাবে দেশে দুর্নীতি কেলেঙ্কারি হয়েছিলো তা মানুষ প্রত্যক্ষ করেছে। ২০১৮ সালের আগে ত্রিপুরা রাজ্যেও একই ঘটনা ঘটেছিলো। তারা শুধু জনজাতি সম্প্রদায়কে ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য ব্যবহার করেছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিক থেকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার জনজাতি সহ সকল অংশের জনগণের বিকাশের লক্ষ্যে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জনজাতিদের আত্মনির্ভর করার ভাবনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মন কি বাত কার্যক্রমের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করছেন, আমরাও সেই দিশায় কাজ করছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার জনকল্যাণের দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জন্য কাজ করছে। মোদি সরকারের প্রশংসা করে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারর ও রাজ্য সরকারের বহু জনমুখী প্রকল্প রয়েছে। জনসাধারণের সার্বিক কল্যাণে এসব প্রকল্পই বাস্তবায়ন করা হচ্ছে এখন। এ সকল প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত করা হচ্ছে কিনা তাও নজর রেখে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এদিন আরও বলেন, ত্রিপুরায় বর্তমান রাজ্য সরকার পানীয় জল থেকে শুরু করে জনজাতি শিক্ষার্থীদের হস্টেল, জনজাতিদের জন্য বহুমুখী বিপণন কেন্দ্র, জমির পাট্টা প্রদান, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সড়ক নির্মাণ সহ বিভিন্ন সুবিধাভোগী স্কিম প্রদানের ব্যবস্থা করছে। ধরতি আভা জন ভাগিদারী অভিযান প্রকল্পে রাজ্যের আটটি জেলায় মোট বাহান্নটি ব্লকের ৩৯২টি রাজস্ব গ্রামে ৭৭৯টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে। এই কার্যক্রমে রাজ্যের কুড়িটি দপ্তরকে যুক্ত করা হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পরই ব্রু শরণার্থীদের দীর্ঘ প্রায় তেইশ বছরের সমস্যা সমাধানে সদর্থক উদ্যোগ নেওয়া হয়। অথচ পূর্বতন বামফ্রন্ট সরকার তাদের সমস্যা সমাধানে কোনো ধরনের উদ্যোগ নেয়নি।


অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশী কুমার, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, পুলিশ সুপার ড. কিরণ কুমার কে সহ অন্য জনপ্রতিনিধি ও পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা হিসাবে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *