৩৭ বছর বাদে ভয়াবহ বন্যা পাঞ্জাবে,ভাসছে ২৩ জেলা মৃত বেড়ে ৩৭!!
জনজাতিদের উন্নয়নই অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির। বুধবার দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজেই এ কথা জানিয়ে বলেন, দল পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। জনজাতি মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আরও বলেন, বৈঠকের মূল উদ্দেশ্যই হচ্ছে জনজাতি সম্প্রদায়ের যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে নিয়ে আলোচনা করা এবং আগামীদিনে দল এবং সরকারি কীভাবে এই বিষয়গুলি সমাধান করতে পারে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘জনজাতিদের উন্নয়ন কীভাবে করতে হয়, জনজাতিদের সম্মান কীভাবে দিতে হয় সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই জানে। তা হোক মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্মদিনকে সরকারী ছুটি হিসাবে ঘোষণা করা, হোক অন্য কোনও বিষয়। তিনি মনে করিয়ে দেন, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একনাগারে ৭ জন জনজাতি গোষ্ঠীর ব্যক্তিবর্গকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের কারণে।আরও বললেন, আমাদের পার্টির কার্যকর্তাকে কেউ মারবে, আর আমরা পাশে থাকবো না, এমন পার্টি আমরা না।আমার তৎক্ষণাৎ সেখানে গেছি, আগামী দিনেও যাবো।
বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আলোচনা প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়েছেন। অতীতে এ ধরনের কোনও পরিকল্পনা পরিলক্ষিত হয়নি। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে যখন নরেন্দ্র মোদি দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন থেকেই জনজাতিদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরা সরকারও নিরলসভাবে কাজ করে চলেছে। শুধু তাই নয়, রাজ্যের সার্বিক উন্নয়নে জনজাতি সমাজের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাতে চায় ভারতীয় জনতা পার্টি। তাদের উন্নয়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য এই দলের। নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন,এটি ভিলেজ কাউন্সিল না এডিসি ভোট,এ নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি একটা নির্বাচন এবং তাতে আমরা পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, এই বৈঠক নির্বাচন সম্পর্কে না হলেও জনগণকে উপযুক্ত পরিষেবা প্রদান এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে যথাযথভাবেই এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চা নেতৃত্বের সাথে বিশেষ এই সাংগঠনিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা- আসাম সাধারণ সম্পাদক (সংগঠন) রবীন্দ্র রাজু, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা এবং অন্যান্য জেলা এবং মণ্ডলস্তরের জনজাতি মোর্চার কার্যকর্তারা।