August 2, 2025

জনগনের অর্থের ব্যাপক অপচয়!!

 জনগনের অর্থের ব্যাপক অপচয়!!

অনলাইন প্রতিনিধি:- ২০০৮ সালের নভেম্বর মাসে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে ধলাই জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য ক্রয় করা হয়েছিল দুটি অত্যাধুনিক ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স। যেকোনো রোগীকে প্রাথমিক সেবা দেওয়ার সমস্ত ধরনের আয়োজন ছিল অ্যাম্বুলেন্সের অভ্যন্তরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, গাড়ি দুটি ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরে আসার পর আজ পর্যন্ত একদিনও ব্যবহার করা হয়নি। দীর্ঘবছর এই ভাবে অযত্নে অবহেলায় রোদ বৃষ্টিতে পড়ে থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স গুলি নষ্ট হয়ে গেছে। আজ দুটি অ্যাম্বুলেন্সের বয়স ১৪ বছর ৯ মাস। এই ১৪ বছর ৯ মাসে একদিনও এই গাড়ি গুলির চাকা ঘুরেনি। ১৪ বছর ৯ মাস ধরে ঠায় দাঁড়িয়ে আছে। বলিহারি রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই নিয়ে জনমনেও বড় ধরনের প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ পরিষেবা পায়না, অথচ ব্যবস্হা থাকা সত্বেও মানুষের কল্যানে দপ্তর তা ব্যবহার করেনি। এত বছর পর জেলা স্বাস্থ্য দপ্তরের মনে হয়েছে অ্যাম্বুলেন্স গুলি কি অবস্থায় আছে, প্রান আছে না মরে গেছে? তা খোঁজ করে দেখার জন্য! একটি গাড়ির অভ্যন্তর বিভাগ এখনো ঝকঝকে। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু মেলার পিছনে। নানা অনুষ্ঠান আয়োজনে অকারণে খরচ করে লক্ষ লক্ষ টাকা। অথচ সামান্য অর্থ খরচ করে আধুনিক অ্যাম্বুলেন্স দুটিকে মেরামত করে জনকল্যানে লাগাতে পারেনা। কারণ, সরকারের নাকি ফান্ড নেই। আবার গাড়ি দুটিকে অকশনেও বিক্রি করতে পারছে না জেলা স্বাস্থ্য দপ্তর। কারণ দপ্তরের হিসেবে এখনে পনেরো বছর অতিক্রান্ত হয়নি। এই হচ্ছে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *