August 5, 2025

জঙ্গিদের গুলিতে শহীদ জওয়ান!!

 জঙ্গিদের গুলিতে শহীদ জওয়ান!!

দৈনিক সংবাদ অনলাইনঃ কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন সিমনাপুর (২) ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকায় শুক্রবার সকালে এনএলএফটি (বিক্রম বাহাদুর জমাতিয়া)গোষ্ঠীর জঙ্গিরা টহলরত বিএসএফ জওয়ানদের উপর গুলি চালায় বাংলাদেশ অভ্যন্তর থেকে।

এতে ত্লাংসাং স্থবিএসএফ’র ১৪৫ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল গিরিশ কুমার যাদব (৫৩) গুলিবিদ্ধ হন। তাঁকে সাথে সাথে হেলিকপ্টারে করে আগরতলায় আনা হয়েছিলো উন্নত চিকিৎসার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগরতলায় বেসরকারি হাসপাতালে তিনি শহীদের মৃত্যু বরণ করেন। এই ঘটনায় গোটা রাজ্য ফের উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *