August 2, 2025

জগন্নাথ মন্দিরে স্মার্টফোনে নিষিদ্ধ কর্মরত পুলিশকর্মীরাও

 জগন্নাথ মন্দিরে স্মার্টফোনে নিষিদ্ধ কর্মরত পুলিশকর্মীরাও

পুরীর জগন্নাথ মন্দিরে আরও কড়াকড়ি। স্মার্টফোন নিয়ে কড়াকড়ির কোপে এ বার পড়লেন পুলিশকর্মীরাও। দর্শনার্থীদের পর এবার মন্দির চত্বরে পুলিশকর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিং এই নির্দেশিকা জারি করেছেন। জগন্নাথ মন্দিরের মধ্যে ছবি ও ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই একাধিকবার গর্ভগৃহের ছবি ও ভিডিও তুলতে দেখা গিয়েছে দর্শনার্থীদের। বারবার এই অভিযগ
করেছেন মন্দিরের সেবায়েতরা।
সম্প্রতি মন্দিরের গর্ভগৃহের ছবি
তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন
বাংলাদেশের ইউটিউবার আকাশ
চৌধুরী। সেই ছবি ভাইরাল হতেই শুরু
হয়ে যায় বিতর্ক। গোটা বিষয়টি নজরে
আসতেই তৎপর হন মন্দির কর্তৃপক্ষ।
এই ঘটনায় অবশ্য মন্দিরের নিরাপত্তা
নিয়েও প্রশ্ন উঠে যায়। এই প্রসঙ্গে ‘শ্রী
জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশ ন’
বা এসজেটিএ-র চেয়ারম্যান ভিএস
চন্দ্রশেখর রাও বলেছেন, ‘সিংহদ্বার
থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে
অভিয�োগ দায়ের করা হয়েছে।
নিরাপত্তার কোনও গাফিলতি হয়নি।
তবে আমরা নিরাপত্তা আরও
আঁটসাঁট করব।’ সেই ঘটনার পর
মন্দিরের মধ্যে এবার পুলিশকর্মীদেরও
স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি
করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *