January 7, 2026

ছুটে আসছে ‘রহস্যময়’ আলো, ভোরে উল্কার খোঁজ পেতে স্বস্তি!‌

 ছুটে আসছে ‘রহস্যময়’ আলো, ভোরে উল্কার খোঁজ পেতে স্বস্তি!‌

অনলাইন প্রতিনিধি :- বৃহস্পতিবার গভীর রাতের আকাশে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল একটি ‘আগুনের গোলা’। তীব্র গতিতে সেটিকে নিচের দিকে নেমে আসতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। আর তারপরই অল্পক্ষণের মধ্যেই প্রচণ্ড শব্দে কেঁপে উঠেছিল চারদিক। জলপাইগুড়ির পাশাপাশি একেবারে সংলগ্ন জেলা কোচবিহারের বিভিন্ন স্থান থেকেও শোনা গিয়েছে ওই বিকট শব্দ। একদিকে যেমন বৃহস্পতিবার রাতটা শব্দের ধন্দে কেটেছে তেমনই আকাশের রহস্যময় আলোর বস্তু নিয়েও আতঙ্কে রাত কাটিয়েছেন জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। অবশেষে সব জল্পনার অবসান হল।শুক্রবার সকালে হরিরামপুর থানার লঘুচরে এক কৃষকের জমি থেকে একটি বড় মাপের উল্কাপিণ্ড উদ্ধার হয়েছে। গত রাতে এটিকে আকাশে দেখা গিয়েছিল বলে মনে করা হচ্ছে। বিষয়টি চাউর হতেই উল্কাপিণ্ডটি দেখতে সকালে বহু মানুষ ভিড় করতে থাকেন। খবর পৌঁছায় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে উল্কাপিণ্ডটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, উদ্ধার উল্কাপিণ্ডটি দেখতে একবারে কালচে সবুজ রঙের। ওজন ১ কিলো ৬৫০ গ্রাম। গতকাল রাতের আকাশে ধেয়ে যাওয়া আগুনের গোলাটির ভিডিও কয়েক সেকেন্ডের জন্য মোবাইলে ক্যামেরা বন্দি করতে সক্ষম হন কেউ কেউ। সমাজ মাধ্যমে সেই ভিডিও আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এরপরই পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। ছোটাছুটি শুরু করে দেন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *