January 7, 2026

ছায়ানট বিধ্বস্ত বিশ্বভর তীব্র উদ্বেগ, উৎকণ্ঠা!!

 ছায়ানট বিধ্বস্ত বিশ্বভর তীব্র উদ্বেগ, উৎকণ্ঠা!!

অনলাইন প্রতিনিধি :- বাংলাদেশে তাণ্ডব বাহিনীর ভারতবিরোধিতা শেষ পর্যন্ত হারমোনিয়ামের উপর আছড়ে পড়ল। বাংলাদেশের অগ্রণী সাংস্কৃতিক সংস্থা ছায়ানটে অভাবনীয় হামলা চালায় ‘তৌহিদী জনগণ’। তাদের ধর্ম রক্ষার লড়াইয়ে ক্ষতবিক্ষত হলো রবীন্দ্র-নজরুলের মতো বাংলার মনীষীদের মানমন্দির।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় ছায়ানটের বাড়িতে হামলার ঘটনায় ছায়ানট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমের যোগাযোগে এপারে এসে পৌঁছেছে। ছায়ানট বলেছে, ১৮ তারিখ রাত ১২টার পর ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে উপলক্ষ্য করে একজোট লোক ছায়ানট-সংস্কৃতি ভবনে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও লুটতরাজ চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা ছয়তলা ভবনের সকল সিসি ক্যামেরাসহ অধিকাংশ কক্ষ, প্রক্ষালন কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেছে। সার্ভার সহ ছায়ানটের কিছু বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে।অন্তত ৭টি ল্যাপটপ সহ গোটা চারেক ফোন ও কিছু হার্ড ডিস্ক লুঠ করেছে। তাদের ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।
ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোনো সরকার, বিদেশি সংস্থা বা কর্পোরেট অনুদান গ্রহণ করে না। সতুরাং, ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতিপূরণ করবে। সঙ্গীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর।
ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সঙ্গীতসংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট। ছায়ানট সম্প্রীতি ও সৌহার্দের সমাজ গড়তে প্রয়াসী। আমরা ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। কিন্তু ওই সূত্র ধরে ছায়ানট-সংস্কৃতি ভবনে কেন হামলা সংঘটিত হলো তা মোটেই বোধগম্য নয়। হয়তো, পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে সংস্কৃতি চর্চার বিরোধী গোষ্ঠী। ছায়ানট এই উপমহাদেশের সর্ববৃহৎ অনানুষ্ঠানিক সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা দেশে ও বিদেশে সমাদৃত। বাংলা গানের চর্চা বিস্তৃতির পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে ছায়ানটের ভূমিকাও সারা বিশ্বে স্বীকৃত। তাই ছায়ানট সংস্কৃতি-ভবনে এই নিন্দনীয় হামলা মাতৃভূমি সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে বিশ্বে। দেশ ও বিদেশ থেকে যে অগণিত শুভাকাঙক্ষী তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়েছেন, তাদের সকলের কাছে ছায়ানট কৃতজ্ঞ।
বাঙালির আবহমান সঙ্গীত সংস্কৃতির সাধনা ও প্রসারের ছায়ানট তার স্থির প্রত্যয় যাত্রায় অবিচল থাকবে। সংস্থার সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা এবং সভাপতি সারওয়ার আলি এই প্রতিক্রিয়া দিয়েছেন লিখিতভাবে। পৃথক বিবৃতিতে আগরতলা প্রেস ক্লাব বাংলাদেশে সংবাদমাধ্যমের উপর হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবেশী বাংলাদেশে সাংবাদিক সংবাদমাধ্যমের অফিস সহ প্রচার মাধ্যমের উপর মৌলবাদীদের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। আগরতলা প্রেস ক্লাব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় মৌলবাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা। পাশাপাশি সংবাদপত্র বন্ধ করে দেওয়ার ঘটনা। এর আগেও জাতীয় প্রেস ক্লাবের সম্পাদককে গ্রেপ্তার সহ আরও বেশ কয়েকজন সাংবাদিকদের গ্রেপ্তার ও হত্যা করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। অবিলম্বে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পর্যাপ্ত ক্ষতিবরণ দিয়ে পুনরায় প্রকাশনা চালু করার দাবি জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। সেসাথে বন্দি সাংবাদিকদের মুক্তি ও সাংবাদিকদের এবং সংবাদপত্র প্রতিষ্ঠানের পূর্ণ নিরাপত্তা দাবি করেছে আগরতলা প্রেস ক্লাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *