January 11, 2026

ছবিমুড়ায় মকর সংক্রান্তি!

 ছবিমুড়ায় মকর সংক্রান্তি!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমূড়া পর্যটন কেন্দ্রের পাদদেশ রাধুর খামারে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং জমাতিয়া হদার সহযোগিতায় আয়োজিত হয় ছবিমুড়া উৎসব ও চাকরাকমা হাঙগ্ৰাই তের ২০২৪। রবিবার সন্ধ্যায় রাধুর খামারের মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ছবিমুড়া উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা,রাজ্য পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায়, অমরপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্র পাল, মহকুমা ম্যাজিসেট্রট অমরেশ বর্মন সহ বিশিষ্ট জনেরা। ছবিমূড়া উৎসব উপলক্ষে গোমতী নদীর অববাহিকা রাধুর খামারে শত শত ধর্মপ্রান তীর্থযাত্রীদের সমাগম ঘটেছে । মেলাতে সরকারী স্টলের পাশাপাশি বিভিন্ন স্হান থেকে আগত ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। রবিবার গভীর রাতে মকর সংক্রান্তির পূন্য লগ্ন শুরু হয় দেবী চাকরাকমার পদতলে প্রবাহিত গোমতী নদীতে অবগাহন, মাথা মুন্ডন করে পুণ্যস্নান, পিণ্ডদান, পিতৃ পুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধশান্তি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *