ছত্রিশগড়ের জঙ্গলে প্রেসার কুকারে বোমা তৈরি!!

 ছত্রিশগড়ের জঙ্গলে প্রেসার কুকারে বোমা তৈরি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার পুলিশ ও ডিআরজির একটি দল খাল্লারি থানার অন্তর্গত চামেদা গ্রামের জঙ্গল থেকে ১০ টি প্রেসার কুকার সহ অন্যান্য জিনিস উদ্ধার করে। অনুমান, নকশালরা বোমা তৈরি করতে প্রেসার কুকার-সহ অন্যান্য জিনিসগুলি ব্যাবহার করে। এএসপি শৈলেন্দ্র পান্ডে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, ঘটনাস্থল থেকে বোমা তৈরির জন্য ব্যবহৃত ১০টি প্রেসার কুকার এবং প্রচুর পরিমাণে রেশন-সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে । নকশালদের উপস্থিতির খবর পেয়ে জেলা পুলিশ এবং ডিআরজির একটি দল জঙ্গলে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করে । নকশালরা একটি বড় ধরনের ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছিল ৷ কিন্তু পুলিশ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় ৷
নকশাল বিরোধী অভিযানে নেমে পুলিশ ২৭ শে এপ্রিল ওড়িশা এবং ধামতারি সীমান্তের জঙ্গলে নয়টি ভিন্ন ধরনের বোমার সন্ধান পেয়েছিল পুলিশ ৷ যা জওয়ানরা নিষ্ক্রিয় করেছিল । বর্তমানে, পুলিশ তদন্ত করছে যে এই জিনিসটি কোন ইউনিটের সঙ্গে সংযুক্ত এবং কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.