ড্যামেজ কন্ট্রোলে তৎপর নয়াদিল্লী ফের বৈঠকে মুখ্যমন্ত্রী-মথা সুপ্রিমো!!
চেরি ফুলের হাত ধরে ‘অ্যাস্ট্রো-ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ সিকিম!!
অনলাইন প্রতিনিধি :-এই প্রথম সিকিমে শুরু হতে চলেছে ‘অ্যাস্ট্রো-ট্যুরিজম ফেস্টিভ্যাল’। পাহাড়ি রাজ্যে এই পর্যটনের হাতে-খড়ি হচ্ছে চেরি ফুল ফোটার মুহূর্তে। আগামী ৯ নভেম্বর থেকে দক্ষিণ সিকিমের টেমি নামফিংয়ে শুরু হবে ফুলের এই উৎসব। ভারত-নেপাল সীমান্তপারের পর্যটনের প্রসার ঘটাতে এই উদ্যোগ বলে জানিয়েছে সিকিম পর্যটন দফতর। এই উৎসবের মাধ্যমে দক্ষিণ সিকিমের তিনটে প্রত্যন্ত গ্রামের পর্যটনকে তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। মাত্র তিন দিনে এই উৎসব শেষ হবে ১১ নভেম্বর।চেরি ফুলের উৎসবে টেমি এবং নামফিং গ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা হবে। টেমি সিকিমের একমাত্র গ্রাম যেখানে চেরি ফুল ফোটে। তাও মাত্র পনেরো দিনের জন্য। উৎসবের মূল লক্ষ্য পর্যটকরা যাতে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই উৎসবে নতুন ট্রেকিং রুট, সিকিমের প্রত্যন্ত আদিবাসী জনজাতির লোক-সংস্কৃতি, নাচ-গান, কৃষ্টিকেও তুলে ধরা হবে।উৎসবের সূচনা করবেন সিকিমের প্রাক্তন পর্যটনমন্ত্রী তথা টেমি নামফিং-এর বিধায়ক বেদু সিং পন্থ।’টেমি চেরি ব্লসম ফেস্টিভ্যাল’ গ্যাংচুঙ আদিবাসী গ্রাম থেকে শুরু হবে। ওই গ্রামটি ‘ল্যান্ড অফ শেরপাস’ নামে পরিচিত। ওই গ্রামে এখনও সেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হয়নি। দ্বিতীয় দিন রাবাংলার খুব কাছে অপরূপ সুন্দর আরেকটি গ্রাম বেনিতে নিয়ে যাওয়া হবে। ওই গ্রাম মূলত অর্গানিক ফার্মিং বা জৈব চাষাবাদের জন্য বিখ্যাত। তৃতীয় দিনে ছলমথাং নামে গ্রামে চলবে ওই উৎসব। ওই গ্রামের প্রত্যেক মানুষ নিরামিষাশী। আদিবাসী হলেও ওই গ্রামে কোনও আমিষ খাবার খাওয়ার প্রচলন নেই। আর শেষের দিন টেমি গ্রামে উৎসবের সমাপ্তি হবে। চেরি বা পেফুঁ (স্থানীয় ভাষায়) ফুলের জন্য বিখ্যাত ও একমাত্র চা বাগান রয়েছে ওই গ্রামে।গ্রামেই রাতে রয়েছে অ্যাস্ট্রো-ট্যুরিজমের আয়োজন। সিকিমের পর্যটন মন্ত্রী নরবু ছেরিং ভুটিয়া তার উদ্বোধন করবেন।উপস্থিত থাকবেন। এছাড়াও উৎসব থেকেই একটি বিশেষ ট্রেকিং রুটের সূচনা করা হবে। টেনডং থেকে গ্যাংচুঙ গ্রাম পর্যন্ত এই রুট। সেখান দিয়ে যাওয়ার সময় রঙ্গিত ও তিস্তা নদীকে একসঙ্গে দেখার সুযোগ মিলবে। এই বিষয়ে ‘অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’-এর আহ্বায়ক রাজ বসু বললেন, ‘সিকিমে এই প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম শুরু হচ্ছে। পেফুঁ নামে চেরি ফুলের অপরূপ সৌন্দর্য ও তিনটে নতুন সুন্দর গ্রামে পর্যটনের সূচনা হবে।’ পর্যটন উৎসব কমিটির সদস্য অমৃত শর্মা বললেন, ‘উত্তর সিকিম বাদেও দক্ষিণ সিকিমে অনেক অপরূপ সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে।এই উৎসবের মাধ্যমে তিনটি পর্যটন কেন্দ্র তুলে ধরা হবে। আর এই প্রথম সিকিমে অ্যাস্ট্রো ট্যুরিজম চালু হচ্ছে, যা পর্যটকদের ভাল লাগবে।’