October 29, 2025

চেন্নাইয়ে ত্রিপুরার তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত বাইক ট্যাক্সি চালক গ্রেফতার!!

 চেন্নাইয়ে ত্রিপুরার তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত বাইক ট্যাক্সি চালক গ্রেফতার!!

অনলাইন প্রতিনিধি:-আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দক্ষিণ ভারতের চেন্নাই শহরে ভয়ঙ্কর এক ঘটনা ঘটল—ত্রিপুরার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক বাইক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২২ বছরের ওই তরুণী ত্রিপুরার বাসিন্দা। তিনি চেন্নাইয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সোমবার ভোরবেলায় তিনি একটি ডেলিভারি করার জন্য বাইক-ট্যাক্সি বুক করেন। ডেলিভারি শেষ হওয়ার পর চালক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মাঝপথে চালক বাইক ঘুরিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে। অভিযুক্ত তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণী সময় থাকতে তাঁর স্বামীকে মেসেজ পাঠান। তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে তরুণী চিকিৎসাধীন, এবং তাঁর শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধান চলছে।
ত্রিপুরার মেয়েকে নিয়ে দক্ষিণ ভারতে এমন নৃশংস ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন সংগঠন নারী সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *