August 2, 2025

চিন্ময় কৃষ্ণ দসের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন!

 চিন্ময় কৃষ্ণ দসের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন!

অনলাইন প্রতিনিধি :-সোমবার ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আটক করে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে তাঁর জামিনও নাকচ করেছে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
এই ঘটনায় বাংলাদেশ তো বটেই ভারতবর্ষের প্রতিটি রাজ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। চিন্ময় আনন্দ দাসের গ্রেপ্তারের ঘটনার উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারত সরকার বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ করেন। পাশাপাশি, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকারও রক্ষা করার অনুরোধ রাখেন।’’প্রসঙ্গত
চট্টগ্রামে আয়োজিত এক সমাবেশের পর তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলাতেই সোমবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই গতকাল প্রোডাকশন ফর মাইনরিটি ইন বাংলাদেশ নামক সংস্থা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবীতে সহকারী হাইকমিশনে ডেপুটেশন প্রদান করে। বুধবার সেই দাবিতে সনাতনী হিন্দু সেনা সার্কিট হাউস থেকে একটি মিছিল করে বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং চিন্ময় কৃষ্ণ দাশের নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *