August 2, 2025

চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ

 চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ

দেশের করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে একটানা বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা যা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে অনেকের কপালেই। বাড়তে বাড়তে এই গ্রাফ কোথায় গিয়ে ঠেকে এখনই তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ১০৩ দিন পর ভারতে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ৮০০০ অতিক্রম করেছে। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে ৪,৩২,১৩,৪৩৫ জন। একই সময়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০,৩৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য দিয়েছে। গত ২৪ ঘন্টায় ৮৩২৯ জনের করোনায় আক্রান্ত হোওয়ার খবর পাওয়া গেছে।

এই এক পক্ষকালের মধ্যে ১০ জনের মৃত্যুর কারণে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৪,৭৫৭ জন। মোট সংক্রমণের ০.০১ শতাংশ হলো সক্রিয় সংক্রমণের হার। কোভিড ১৯ থেকে সেরে ওঠার জাতীয় হার রেকর্ড করা হয়েছে ৯৮.৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সক্রিয় রোগাক্রান্তের সংখ্যা বেড়েছে ৪১০৩ টি। দৈনিক পজেটিভিটি রেট রেকর্ড করা হয়েছে ২.৪১ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে ১.৭৫ শতাংশ। এখন পর্যন্ত ভারতে করোনা ভ্যাকসিনের ১৯৪.৯২ কোটি ডোজ প্রদান করা হয়েছে। এদিকে দিল্লীতে শনিবার করোনায় আক্রান্ত ৭৯৫ ব্যক্তির তথ্য রেকর্ড করা হয়েছে। তবে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.১১ শতাংশ। ১৩ মে দিল্লীতে ৮৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ৪ জনের মৃত্যু হয়েছিল। পজিটিভিটি রেট সেদিন রেকর্ড করা হয়েছিল ৩.৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *