ঘর ভাঙছে বিজেপির,পাহাড়ে একটিই রাজনৈতিক দল থাকবে ‘তিপ্রা মথা’: প্রদ্যোত!!
চিনে একাধিক রেলকর্মীকে পিষে দিল ট্রেন, আহত দুই!!
অনলাইন প্রতিনিধি :- ভয়াবহ দুর্ঘটনা চিনের ইউহান প্রদেশে। কর্তব্যরত রেলকর্মীদের পিষে দিল ট্রেন। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার সকালে কুনমিং-এর লুওয়াং টাউন স্টেশনের রেললাইনে কাজ করছিলেন কর্মীরা। ভূমিকম্পের তীব্রতা মাপার সিসমিক যন্ত্রের পরীক্ষা চলছিল সেখানে। সেই সময়ে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে এবং তখনই ঘটে যায় অঘটন।