August 4, 2025

চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী, শিশুর মুখে সফল অপারেশন

 চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী, শিশুর মুখে সফল অপারেশন

একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে দন্ত চিকিৎসক। চিকিৎসকের দায়িত্ব বুধবার যথাযথ পালন করলেন মুখ্যমন্ত্রী ডা. (প্রফেসর) মানিক সাহা। এদিন হাপানিয়ার ড. বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালে এক শিশুর মুখের একটি টিউমারের সফল অস্ত্রোপচার করেন ডা. সাহা। নিজেই মুখ্যমন্ত্রী এদিন জানান, সকালে অস্ত্রোপচার করবেন ভেবে তিনি কোনও কর্মসূচি রাখেননি। সফল অস্ত্রোপচার হওয়ায় তিনি সন্তোষও প্রকাশ করেন। নিজের পেশার প্রতি সম্মান জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী ডা. সাহা রাজধানীর জনৈক সুকান্ত ঘোষের ১০ বছরের পুত্র অঙ্কিত ঘোষের মুখের সিস্টিক লেসিয়নের সফল অস্ত্রোপচার করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অস্ত্রোপচার টিমে ছিলেন হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক ডা. অমিতলাল গোস্বামী, ডা. পূজা দেবনাথ, ডা. রাজীব দেবনাথ, অ্যানেস্থেসিস্ট ডা. কংচাই চৌধুরী, ডা. পারমিতা দাস সহ অন্য স্বাস্থ্যকর্মীগণ। অস্ত্রোপচারশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (প্রফেসর) ডা. মানিক সাহা বলেন, বেশ কয়েকদিন পর হলেও স্বাভাবিক ছন্দেই তিনি এই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। অস্ত্রোপচারের পর শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসক হিসেবে মুখ্যমন্ত্রীর উপস্থিতি পুরানো সহকর্মী, চিকিৎসক সহ অন্য স্বাস্থ্যকর্মীদের আপ্লুত করেছে। অস্ত্রোপচারশেষে মুখ্যমন্ত্রী ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতাল পরিচালনকারী সোসাইটির সিইও স্বপন সাহা, হাসপাতালের মেডিকেল সুপারিনটেণ্ডেন্ট জয়ন্ত কুমার পোদ্দার, হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান চিকিৎসক (ডা.) এ কে চাকমা সহ অন্য চিকিৎসকদের উপস্থিতিতে হাসপাতালের বিভিন্ন পরিষেবার বিষয়ে বিশদ খোঁজখবর নেন। পরে মুখ্যমন্ত্রী হাসপাতালের দন্ত বিভাগটিও পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *