August 2, 2025

চার দশক পর ইতিহাসে ভারত !শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দিল ‘ড্রাগন’

 চার দশক পর ইতিহাসে ভারত !শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দিল ‘ড্রাগন’

অনলাইন প্রতিনিধি :-প্রায় চার দশক পর মহাকাশে পাড়ি দিতে যাচ্ছেন কোনও ভারতীয় ৷ অ্যাক্সিয়ম মিশন ৪ এর সফল উৎক্ষেপণ হওয়ার পর ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা-সহ ৪ মহাকাশচারী কে নিয়ে নাসার কেনেডি স্পেসফ্যালকন-৯’ রকেটে আন্তর্জাতিক স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল স্পেস এক্স-এর ‘ড্রাগন’ ৷
ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেন শুভাংশু-সহ চার সদস্য। ৷ এর আগে বুধবার স্পেস এক্স-এর তরফে জানানো হয়েছে, আবহাওয়া 90 শতাংশ অনুকূলে রয়েছে ৷ অ্যাক্সিয়ম মিশন-4 অভিযান একাধিকবার বাতিলের পর অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে রওনা দেবে ৷ সেই মত চার নভোশ্চরকে নিয়ে আন্তর্জাতিক স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাড়ি দিল মহাকাশযান ‘ড্রাগন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *