বাংলাদেশি পোশাকসহ ৭ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত !!
চারমিনারের নিকট বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে, শিশু-সহ মৃত অন্তত আট, বহুতলে আটকা বহু!!

অনলাইন প্রতিনিধি :-রবিবারের হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের মৃত্যু। এই ঘটনায় ১৭জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। বহুতল থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৫জনকে। এখনও ভিতরে আটকে বহু লোক। চলছে উদ্ধারকার্য।দমকলের ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। দমকল সূত্রে জানা গেছে সকাল সাড়ে ছ’ টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবর পান।কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানার বিজেপি প্রধান জি কিষাণ রেড্ডি এবং তেলেঙ্গানার মন্ত্রী পুন্নম প্রভাকর পৌঁছেছেন ঘটনাস্থলে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।