January 10, 2026

চলন্ত ট্রেনের নিচ থেকে বেঁচে ফেরা!!

 চলন্ত ট্রেনের নিচ থেকে বেঁচে ফেরা!!

দৈনিক সংবাদ অনলাইন।। স্বামী আর ননদের সঙ্গে গিয়েছিলেন পিসির বাড়ি। ফিরছিলেন রেল লাইন ধরে। রেল সেতু পার হওয়ার সময় ঘটল বিপত্তি। পিছন থেকে দ্রুত বেগে ছুটে আসছে ট্রেন। স্বামী-ননদ দৌঁড়ে নিরাপদে পৌঁছে গেলেও হতবম্ভ গৃহবধূ শুয়ে যান রেল লাইনে। দ্রুতগতিতে ছুটে আসা ট্রেন চলে তার উপর দিয়ে।
পাশে থাকা অনেকে এই ঘটনার ভিডিও ধারন করেন। সেখানেও ঈশ্বরের নাম জপে তারা। কথায় আছে- রাখে হরি মারে কে!এই প্রবাদই সত্যি হলো সেই গৃহবধূর বেলায়। চলন্ত ট্রেনের নিচ থেকে শুধু বেঁচেই ফিরেন নি, সামান্য আচও লাগেনি তার গায়ে। ঘটনাটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার।

শুক্রবারের এই ঘটনা সমাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। খোঁজ নিয়ে অলৌকিকভাবে বেঁচে ফেরা গৃহবধূর সাথে কথা বলেছে দৈনিক সংবাদ।
সৌভাগ্যবতি সেই গৃহবধূর নাম লিজা আক্তার। বয়ষ প্রায় কুড়ি। শুক্রবার বিকালে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া তিতাস নদীর রেলসেতু পার হচ্ছিলেন।

হঠাৎ দেখেন দ্রুতগামী ট্রেন তার পিছনে। হতভম্ব হয়ে পরে যান রেল লাইনে। সেখানেই জ্ঞান হারান। ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ছুটে তার উপর দিয়ে। খোঁজ নিয়ে লিজার বাড়ি গিয়ে দেখা যায় সে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। লিজা ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *