August 3, 2025

চর্চায় হলুদ খাম!!

 চর্চায় হলুদ খাম!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে এখন মহার্ঘ্য হলুদ খাম নিয়ে জোর চর্চা চলছে। কারণ, এই হলুদ খামেই চাকুরি প্রাপকদের অফার বিলি করা হচ্ছে। বুধবারও জে আর বি টির মাধ্যমে গ্রুপ সি পদে নির্বাচিত আরও ৫২ জনকে ত্রিপুরা সরকারের কো-অপারেটিভ ডিপার্টমেন্টে, ৫ জনকে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে এল ডি সি পদে চাকরির অফার তুলে দেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আগরতলা প্যালেস কম্পাউন্ড স্থিত
ত্রিপুরা সরকারের রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটির অফিস গৃহে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ পত্র বিতরণ করা হয়।
একইসাথে এদিন মহাকরণে রাজ্যের খাদ্য, পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তরে ৮ জনকে অফার তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *