August 3, 2025

চরম অবহেলার শিকার বৃদ্ধা মা!!!

 চরম অবহেলার শিকার বৃদ্ধা মা!!!

অনলাইন প্রতিনিধি :-এ আমরা কোন সমাজে বসবাস করছি? সত্যিই কি এই সমাজ সভ্য সমাজ! যে সমাজে এক বৃদ্ধা মা নিজের সন্তানদের চরম অবহেলা অযত্নের শিকার!! যে বাবা-মা সন্তান্দের জন্য এত কষ্ট করে হাজার দু:খ-যন্ত্রণা সহ্য করেও সন্তানদের ভালো রাখে শেষ বয়সে সেই বাবা-মায়ের ঠিকানা হয় বাড়ির বাইরে! চরম অবহেলা -অযত্ন সহ্য করে বেঁচে থাকতে হয়। জানা গেছে, ভাল্লুকিয়া টিলা এলাকার রঞ্জিত মালাকার ও মনীন্দ্র মালাকারের ৯০ বছর বয়সের বৃদ্ধা মা বিগত প্রায় ২ মাস ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে। দুই ছেলের কেউই মাকে বাড়িতে রাখেনি। পরবর্তী সময়ে ওই বৃদ্ধা মায়ের ঠাঁই হয় ভাইয়ের এক দোকান ঘরের মেঝেতে।
এরই মাঝে একবার স্ট্রোকও করেছেন এই বৃদ্ধা। অবশেষে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা মা। দুই ছেলে থাকতেও বৃদ্ধ বয়সে মায়ের এরকম পরিণতি দেখে ইতিমধ্যেই দুই ছেলের প্রতি ছি:ছি: রব উঠতে শুরু করেছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *