August 3, 2025

চমক দিয়ে চ্যাম্পিয়ন সিপাহিজলা

 চমক দিয়ে চ্যাম্পিয়ন সিপাহিজলা

সমালোচকদের মুখে ঝামা ঘষে টিসিএর প্রথম মহিলা টি-টোয়েন্টি লীগের খেতাব জিতলো সুরভি রায় অ্যাণ্ড কোং। আজ দুপুরে মেলাঘর মাঠে এই মহিলা টি-টোয়েন্টি লীগের তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে সুরভির নেতৃত্বাধীন সিপাহিজলা স্টারস সাত উইকেটে হট ফেভারিট শিউলি চক্রবর্তীদের নর্থ ত্রিপুরা রাইডার্সকে পরাজিত করে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন টিসিএ সভাপতি তপন লোধ, সহ সভাপতি তিমির চন্দ,কোষাধ্যক্ষ জয়লাল দাস প্রমুখ।আজ সকালে টসে জিতে সিপাহিজলা প্রথমে ব্যাট করার জন্য নর্থকে আমন্ত্রণ জানায়। নির্ধারিত কুড়ি ওভারে নর্থ চার উইকেটে ১৪১ রান করে। নর্থের পক্ষে অধিনায়িকা শিউলি চক্রবর্তী বত্রিশ বলে ৪৬, প্রিয়া ত্রিপুরা ছাব্বিশ বলে ২৩ এবং পূজা পাল ত্রিশ বলে ৩৯ রান করে। সিপাহিজলার হয়ে সোমা পাল চৌদ্দ রানে দুটি,নিকিতা দেবনাথ একচল্লিশ রানে একটি উইকেট পায়।জবাব দিতে নেমে সুপ্রিয়া দাসের ব্যাটিং বিক্রম দেখতে পায় মেলাঘর।মেলাঘর মাঠে স্বাগতিক সিপাহিজলা ১৮.৪ ওভারে তিন উইকেটে ১৪২ রান তুলে ম্যাচ ও ট্রফি জিতে নেয় সাত উইকেট। সুপ্রিয়া দাস ৪৯ বলে ৭৪ রান করে। শিল্পী দেবনাথ ৩৪ বলে ত্রিশ এবং নিকিতা দেবনাথ এগারো বলে সতেরো রান করে। ১৪১ রান করেও নর্থের পরাজয়ের অন্যতম কারণ হলো জঘন্য ফিল্ডিং।বোলিংয়ে নর্থের পক্ষে জুয়েল বাউল, শিউলি চক্রবর্তী,প্রিয়া সূত্রধর একটি করে উইকেট পায়। আজ সিপাহিজলার হয়ে দ্বিতীয় জুটিতে সুপ্রিয়া ও শিল্পী ১০৪ রান যোগ করে যা এই আসরে অন্যতম ঘটনা। আজ ফাইনাল ম্যাচের সাথে সাথে টিসিএর সতেরোদিনব্যাপী এই প্রথম মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লীগ শেষ হলো।ছয়টি জেলা টিম এবং তাদের স্পন্সরদের হয়ে মাঠে নেমেছিল প্রায় একশোটি মেয়ে। যাদের মধ্যে এই প্রথম টিসিএর কোনও বড় টুর্নামেন্ট খেললো অনেক মেয়ে। টিসিএর বর্তমান কমিটি ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই আইপিএলের ধাঁচে এই মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লীগের সূচনা হয় গত তেইশ ডিসেম্বর। সতেরো দিনে মোট তেত্রিশটি ম্যাচ হলো।এই টুর্নামেন্টকে সফল করে তুলতে টিসিএ এবং সোনামুড়া ক্রিকেট অ্যাসোর কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে গেছেন। টিসিএর মহিলা ক্রিকেট কমিটির কনভেনার অলক ঘোষ এই মহিলা টি-টোয়েন্টি লীগ দারুণভাবে সফল হওয়ায় প্রতিটি টিম, প্রতিটি মহিলা ক্রিকেটার, কোচ, ফিজিও, আম্পায়ার, স্কোরার টিসিএর মাঠকর্মী, টিসিএর সমস্ত স্টাফ সহ মেলাঘরবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এই টি-টোয়েন্টি ক্রিকেট লীগের মূল স্পন্সর এবং স্পন্সারদেরও তিনি ধন্যবাদ জানান।শ্রীঘোষ বলেন, এই টুর্নামেন্ট শুরু করা এবং দল গঠন নিয়ে একটি মহল যে সমস্ত অবান্তর প্রশ্নের সূচনা করেছিল আজ ফাইনাল ম্যাচে তার যোগ্য জবাব দিলো মেয়েরাই। মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি প্রমাণ করলো এই টি- টোয়েন্টি লীগ কতটা জনপ্রিয় হয়েছে মানুষের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *