চন্দ্রাভিযানের আগে ভেঙে পড়ল NASA-র বিমান!!
অনলাইন প্রতিনিধি :- NASA-র WB-57 বিমানটি ভেঙে পড়েছে। মঙ্গলবার হিউস্টনের এলিংটন ফিল্ডে অবতণের সময় ভেঙে পড়ে বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরেই বিমানটির চাকা মাটি স্পর্শ করতে পারেনি। NASA জানিয়েছে, বিমানের কর্মীরা সকলে সুরক্ষিত রয়েছেন। নিরাপদে বিমান থেকে তাঁদের বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু কী কারণে এত বড় বিপর্যয় ঘটল, এখনও খুঁটিনাটি সামনে আসেনি। NASA-র মুখপাত্র বেথ্যানি স্টিভিন্স জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে।