ঘর ভাঙছে বিজেপির,পাহাড়ে একটিই রাজনৈতিক দল থাকবে ‘তিপ্রা মথা’: প্রদ্যোত!!
ঘর ভাঙছে বিজেপির,পাহাড়ে একটিই রাজনৈতিক দল থাকবে ‘তিপ্রা মথা’: প্রদ্যোত!!
অনলাইন প্রতিনিধি :-পাহাড়ি বাঙালি ঐক্যের মাধ্যমে নয়া ত্রিপুরা গড়ার ডাক দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। বলেন, পাহাড়ে একটাই রাজনৈতিক দল থাকবে তিপ্রা মথা। ঐক্যবদ্ধ পাহাড় গড়ার সূচনা করে দিয়েছেন পাহাড়ি-বাঙালি অংশের মানুষ সহ রাজ্যবাসী। আসন্ন এডিসি ভিলেজ ভোটে এরই প্রতিফলন দেখবেন গোটা দেশবাসী। আজ রাজ্যে ফিরে এসেই সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
সে লক্ষ্যে গত আগস্ট মাস থেকেই একের পর এক যোগদান শিবির করছে তিপ্রা মথা। যদিও মথা সুপ্রিমো দাবি এই যোগদান শিবিরে জাতীয় রাজনৈতিক দল থেকে যেসব নেতৃত্ব এবং ভোটাররা মথায় যোগদান করছেন। তারা সদিচ্ছায় মথায় শামিল হচ্ছেন।তিনি বলেন, অর্থের প্রলোভন দিয়ে মন্ত্রিত্বের প্রলোভন দিয়ে একজনকেও মথায় আনা হচ্ছে না। হয়তো এর জন্যই জাতীয় রাজনৈতিক দলের একাংশ হতাশ নেতাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। শুধু তাই নয়, গত সাতাশ নভেম্বর রাজধানীর আস্তাবল মাঠে ‘ওয়ান নর্থ ইস্ট’ স্লোগান তিপ্রা মথার জনসমাবেশে হাজার হাজার মানুষের সক্রিয় উপস্থিতি দেখেও জাতীয় দলের অনেক নেতার পায়ের নিচের মাটি পর্যন্ত নেই।
এদিকে তিপ্রা মথার ঘর ভেঙে বিজেপি- জনজাতি মোর্চার উদ্যোগে দশ ডিসেম্বর যে মেগা যোগদান শিবির রাজধানীতে করার কথা ছিল। তা এখন পিছিয়ে তেরো ডিসেম্বর করা হচ্ছে বলে খবর।
বিস্ময়ের ঘটনা হলো মথার ঘর ভাঙার আগেই গত চব্বিশ ঘন্টা ধরে উল্টো শাসকদল বিজেপির ঘর ভেঙে যাচ্ছে তিপ্রা মথা। আজ রাজধানীর রাজবাড়িতে ছামনু বিধানসভা কেন্দ্রের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মায়াবতী চাকমা দলবল সহ শতাধিক ভোটার
নিয়ে যোগ দিলেন ত্রিপুরা মাথা দলে।ঠিক একইভাবে মঙ্গলবারও ছামনু ও করমছড়া ভাজপার মণ্ডল নেতাদের অনেকেই আগরতলাতে এসে সরাসরি মথায় শামিল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম দলত্যাগী, ভাজপার ছামনু মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি মদনমোহন চাকমা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছামনুতে ভাজপার শেষের শুরু। ছামনুর করমছড়া দুটি বিধানসভার বাঙালি নেতা নেতৃত্বও মথায় শামিল হয়েছেন।
এদিকে খোয়াই বাইজলবাড়িতে মাণিক্য মহারাজা রাধাকিশোর স্টেডিয়ামের উদ্বোধন করে প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও বলেন, শাসক দলের এক অংশের নেতারা আমাদের বিরুদ্ধে অনেক কিছুই বলতে পারেন। এর উত্তর দেওয়ার জন্য মথার নেতৃত্বরা রয়েছেন। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতেন তবে এর জবাব মথা সুপ্রিমো হিসাবে আমি দিতাম।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সাথে প্রত্যেকদিন কথা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একমত। প্রদ্যোত কিশোর দেববর্মণের দাবি শাসক দলের হতাশাগ্রস্ত নেতারা নির্বাচনের টিকিটের জন্য এসব উল্টোপাল্টা কথা বলেছেন। তাদের মধ্যে একজনকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের জন্য টিকিট দিবে না শাসক দল। তার নয়াদিল্লী এবং আইবি-র কাছে একটি বিশয় স্পষ্ট হয়ে গিয়েছে ত্রিপুরাতে পাহাড়ে তিপ্রা মথার বিকল্প বলতে কিছুই নেই।এটাই বাস্তব।
তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, পাহাড়ি-বাঙালির ঐক্য রক্ষায় রাজপথে নামবো আমরা। তার দাবি রাজ্যের একটি স্বার্থপর রাজনৈতিক গোষ্ঠী ত্রিপুরায় সাম্প্রদায়িক উস্কানি দিতে ব্যস্ত হয়ে উঠেছে। তারা ক্ষমতা ধরে রাখার জন্য বিভাজনের রাজনীতি করছে।এসব ষড়যন্ত্র রুখে দিতে আমরা পথে থাকবো।