August 2, 2025

ঘর ছাড়াদের ঘরে ফিরাতে বামেদের বিক্ষোভ!!

 ঘর ছাড়াদের ঘরে ফিরাতে বামেদের বিক্ষোভ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || নির্বাচনোত্তর সন্ত্রাসে রাজধানীর স্বামী বিবেকানন্দ আবাসন ও গোর্খাবস্তী এলাকার মোট ৩১টি পরিবারের মানুষ আজও ঘর ছাড়া। তাদের একটাই অপরাধ, তারা বিরোধী দল সিপিআইএমের কর্মী সমর্থক।গত ২-রা মার্চ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তারা বাড়ি ঘর ছাড়া। অভিযোগ, শাসক দলের দুস্কৃতিদের সন্ত্রাসের কারণে তারা বাড়ি ঘরে আসতে পারছে না। বার বার প্রশাসনকে এই ব্যপারে অবহিত করা হয়েছে। ঘর ছাড়াদের বাড়ি ঘরে ফিরিয়ে আনার ব্যবস্হা করতে একাধিক বার দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসন থেকে আজ পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে শনিবার ঘর ছাড়াদের অবিলম্বে বাড়ীতে ফেরানোর ব্যবস্থা গড়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম। এই ব্যপারে সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী জানান, আমরা আজ পুলিশকে জিজ্ঞেস করবো,ঘর ছাড়া মানুষ গুলো তাদের বাড়ি ঘরে ফিরতে পারবে কিনা? নতুবা আমরা অন্য ব্যবস্হা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *