ছ’মাস পর ভারতকে আবার বিরল খনিজ রফতানি শুরু করল চিন, নতুন চুক্তিতে কড়া শর্ত আরোপ বেজিংয়ের!!
গ্রেপ্তার সঞ্জয় রাউত!!
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে আটক করল ইডি। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জমি-দুর্নীতি মামলায় উদ্ধব-ঘনিষ্ঠকে সঞ্জয় রাউতকে আটক করে কেন্দ্রীয় এই সংস্থা। ঘটনার প্রতিবাদে সঞ্জয় রাউতের বাড়ির সামনে বিক্ষোভ অনুগামীদের।