September 8, 2025

গ্যাসের লাইন কেটে শহরে হাহাকার!!

 গ্যাসের লাইন কেটে শহরে হাহাকার!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটির নামে কাজ হলেও বাস্তবে আগরতলার শহরজীবন আজও অগোছালো। রবিবার সকালে আগরতলা স্মার্ট সিটির কভার ড্রেন নির্মাণের কাজে ব্যবহার হওয়া ড্রজারের আঘাতে লক্ষ্মীনারায়ণবাড়ি এলাকায় কেটে গেল গ্যাস ও জলের লাইন।ফলে উত্তর আগরতলার বিস্তীর্ণ এলাকায় আচমকাই বন্ধ হয়ে যায় লাইন গ্যাস ও জল সরবরাহ। সকালবেলায় রান্না করতে গিয়ে শহরবাসী কার্যত বিপাকে পড়েন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই শহরে কোথাও না কোথাও খোঁড়াখুঁড়ি চলছে। গ্যাস, জল বা টেলিফোন-কোনো না কোনোও লাইন কেটে যাচ্ছে। স্মার্টসিটির নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ কোনোও আধুনিক পরিকল্পনাই নেই।যেখানে স্মার্ট বা আধুনিক শহরে প্রতিটি রাস্তার পাশে ইউটিলিটি ডাক্ট বা সার্ভিস ডাক্ট থাকে। সেখানে আগরতলা শহরে আজও সেই ব্যবস্থা নেই। অতীতে শহর পরিকল্পনায় বৈজ্ঞানিক উপায়ে ইউটিলিটি লাইন বসানো হয়নি। আর বর্তমানেও ড্রেন নির্মাণের সময় একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে।
ইউটিলিটি ডাক্ট হলো রাস্তার পাশে ড্রেনের মতো বিশেষ জায়গা বা ব্যবস্থা। যেখানে জল, গ্যাস, বিদ্যুৎ, টেলিকম ইত্যাদি লাইন বসানোর থাকবে। সাধারণত রাস্তা বা ফুটপাতের নিচে এই ধরনের ডাক্ট থাকে।ম্যানহোল কভার বা গেট দিয়ে ঢাকা থাকে ইউটিলিটি ডাক্ট।এর ফলে ভবিষ্যতে ইউটিলিটি লাইন মেরামত বা নতুন লাইন বসানোর সময় রাস্তা খোঁড়াখুঁড়ির দরকার হয় না।জল, গ্যাস,টেলিকম ইত্যাদি লাইন কাটা যাওয়ার কোনোও সম্ভাবনা থাকে না। বরং এগুলি সব সময় সুরক্ষিত থাকে। উপরন্তু ইউটিলিটি ডাক্ট ভাড়া দিয়ে পুর নিগমের বাড়তি আয়ের ব্যবস্থা হয়ে থাকে।আগরতলা নামে স্মার্ট সিটি, কিন্তু কাজকর্মে স্মার্ট-এর কোন দৃশ্য চোখে পড়ে না বলে শহরবাসীর অভিযোগ।
বিদ্যুৎ, জল, গ্যাস-টেলিকম- সব লাইন এলোমেলোভাবে মাটির নিচে পোঁতা। তাই একটি কাজ করতে গেলেই কেটে যাচ্ছে বাকি সব লাইন। কোনোও পূর্ব সতর্কতা বা নজরদারির ব্যবস্থা নেই।
বিশেষজ্ঞদের দাবি, যদি আগরতলায় ইউটিলিটি ডাক্ট তৈরি করা হতো, তবে এ ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকত না।
রবিবার সকালে গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় বহু বাড়িতে রান্না মাঝপথে থেমে যায়। হঠাৎ জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় নিত্যপ্রয়োজনীয় কাজেও সমস্যা পড়েন শহরবাসী। বাসিন্দাদের প্রশ্ন, স্মার্ট সিটির ট্যাগ নিয়ে এত প্রচার হলেও কেন মৌলিক অবকাঠামোর অভাব রয়ে যাচ্ছে?
যদিও পরে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী ও কর্মীরা তড়িঘড়ি মেরামতের কাজ শুরু করেন। দুপুরের পর গ্যাস ও জল সরবরাহ ফের স্বাভাবিক হয়। কিন্তু শহরবাসীর মত, শুধু অস্থায়ী মেরামত নয়, ভবিষ্যতের জন্য পরিকল্পিত ইউটিলিটি ডাক্ট নির্মাণ অবশ্যই দরকার।. স্মার্টসিটি আগরতলায় কভার ড্রেন নির্মাণের সাথে ইউটিলিটি ডাক্ট নির্মাণের প্রয়োজন এখন সময়ের দাবি। নয়ত বারবার বিপত্তির ভোগান্তি পোহাতে হবে শহরবাসীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *