December 10, 2025

গুগল ক্রোম এখন আর নিরাপদ নয়,জানিয়ে দিল অ্যাপেল!!

 গুগল ক্রোম এখন আর নিরাপদ নয়,জানিয়ে দিল অ্যাপেল!!

অনলাইন প্রতিনিধি :-ফোনে ব্যবহার করা যাবে না গুগল ক্রোম। গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানিয়ে দিল অ্যাপেল। গুগল ক্রোমের পরিবর্তে সাফারি ব্যবহারের পক্ষে যুক্তি দিয়েছে অ্যাপেল। তাদের দাবি, বিজ্ঞাপনদাতা ও বিভিন্ন ওয়েবসাইট যাতে ব্যবহারকারীদের ডিভাইস-ভিত্তিক বৈশিষ্ট্যের সমন্বয় ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে না পারে, তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সাফারি। অ্যাপেলের তরফে বলা হয়েছে, সাফারি ডিজিট্যাল ফিঙ্গারপ্রিন্টিং আটকাতে ডিভাইসের সিস্টেম কনফিগারেশনের সহজ সংস্করণ তৈরি করেছে। যাতে বহু ডিভাইস ট্র্যাকারদের চোখে প্রায় একই রকম দেখায়। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে শনাক্ত করা অনেক কঠিন হয়ে যায়।
সাফারির পক্ষে অ্যাপেলের দাবির সঙ্গে বাড়তি সংযুক্তিকরণ করে বলা হয়েছে, এই প্রযুক্তি বিজ্ঞাপনদাতাদের ডিভাইসভিত্তিক সিগন্যাল জোড়া লাগিয়ে ব্যবহারকারীকে চিহ্নিত করা থেকে বিরত রাখে। তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আর্টিফিসিয়াল এজেন্সি বা এআই ভিত্তিক ট্র্যাকিং প্রিভেনশন, লোকেশন হার্ভেস্টিং প্রতিরোধ এবং উন্নত প্রাইভেট ব্রাউজিং-এর ক্ষেত্রেও গুগল ক্রোম পিছিয়ে।এসব ক্ষেত্রে ব্যবহারকারীদের যথেষ্ট সুরক্ষা দিতে পারছে না গুগলের বিখ্যাত ব্রাউজার।এখানেই শেষ নয়। সাফারি-তে গুগল শিট, গুগল স্লাইড, গুগল ডকস অত্যন্ত মসৃণভাবে কাজ করছে বলেও দাবি তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের। তাদের মতে, গুগল ক্রোমের ক্ষেত্রে সবসময় সম্ভব হচ্ছে না ব্যবহারে মসৃণতা বজায় রাখা। আর এটা শুধু ক্রোম নয়, গুগলের অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছে অ্যাপেল। তথ্য চুরির ক্ষেত্রে ডিজিট্যাল ফিঙ্গারপ্রিন্টিং আবারও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষত যখন গুগল এই ‘গোপন’ এবং ‘লকিঙ’ ট্র্যাকিং টেকনোলজির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ডিজিট্যাল ফিঙ্গারপ্রিন্টিং, এমন একটি প্রযুক্তি যেখানে আপনি ইন্টারনেট ব্রাউজ করলে আপনার ডিভাইস থেকে বিভিন্ন তথ্য যেমন, ব্রাউজারের ধরন, ইনস্টল করা ফন্ট, অপারেটিং সিস্টেম, হার্ডওয়‍্যার তথ্য,স্ক্রিন সাইজ, অ্যাক্টিভ প্লাগ-ইন ও এমন অনেক ছোটো ছোটো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারে। এই তথ্যগুলিকে একত্র করে তৈরি হয় এক অদ্বিতীয় ডিজিট্যাল সিগনেচার, যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট।
এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই গ্রাহককে ট্র্যাক খুব সহজ যে কোনও হ্যাকারের কাছে। ভয়ের বিষয় হল, কুকি ব্লক করলে বা ইনকগনিটো ব্যবহার করলেও, তথ্য চোরদের নজর এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। মোজিলার উদাহরণ টেনে অ্যাপলের তরফ থেকে বলা হয়েছে, ‘মোজিলা এবং ফায়ারফক্স-এ ফিঙ্গারপ্রিন্টিং-বিরোধী প্রযুক্তি ব্যবহার করে। তবে সাফারি-র সুরক্ষা স্তর আরও বেশি শক্তিশালী।’ এখন প্রশ্ন উঠেছে হঠাৎ এই সতর্কতা কেন প্রকাশ করল অ্যাপেল? বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল সম্প্রতি জানিয়েছে,তারা ফিঙ্গারপ্রিন্টিং প্রযুক্তির ওপর আর কোনওরকম নিষেধাজ্ঞা রাখছে না। তাতেই উদ্বেগ বাড়ছে এবং সেই সূত্রেই এই নিষেধাজ্ঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *