August 2, 2025

গাড়ি উল্টে আহত পাঁচ!!

 গাড়ি উল্টে আহত পাঁচ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি ওয়াগনার গাড়ি।গুরুতর আহত গাড়িতে থাকা ৫ জন। ঘটনা শনিবার বিশালগড় থানাধীন সিপাহীজলা অভয়ারণ্য এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকালে তেলিয়ামুড়া থেকে উদয়পুর মাতারবাড়িতে যাবার পথে সিপাহীজলা অভয়ারণ্যে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় TR06A0413 নম্বরের একটি ওয়াগনার গাড়ি।

এতে গাড়িতে থাকা পাঁচজন গুরুতরভাবে আহত হয়।খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।আহতরা হল রঞ্জিত দাস (৩০),সুরজ দেবনাথ (২৭), মৌসুমী দাস (৩১),আবৃত্তি সাহা (১০) ও  গণেশ সাহা(৩৫)।তাদের প্রত্যেকের বাড়ি তেলিয়ামুড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *