October 20, 2025

গরিব রথ ট্রেনে চলন্ত অবস্থায় আগুন!!

 গরিব রথ ট্রেনে চলন্ত অবস্থায় আগুন!!

অনলাইন প্রতিনিধি :- সাতসকালেই ভয়াবহ কাণ্ড। গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন। দাউদাউ করে জ্বলতে দেখা গেল গোটা কামরা। সকালে পঞ্জাবে অম্বালার কাছে ট্রেনে আগুন লাগে। সিরহিন্দ স্টেশনের কাছে আসতেই হঠাৎ দেখা যায়, ট্রেনের ১৯ নম্বর কোচ থেকে কালো ধোঁয়া ও আগুন বের হচ্ছে। ট্রেনটি অমৃতসর থেকে সাহারসা যাচ্ছিল।প্রাথমিক তথ্য অনুযায়ী, শর্ট সার্কিট থেকে ট্রেনে আগুন লেগেছে। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *