August 5, 2025

গন্ডাছড়ায় পথ অবরোধ!!

 গন্ডাছড়ায় পথ অবরোধ!!

দৈনিক সংবাদ অনলাইন।। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসী। ঘটনা বৃহস্পতিবার এগারোটা নাগাদ। গন্ডাছড়া মহাকুমার ভগিরথ পাড়ার ২২০ পরিবারের মানুষ গত এক বছর ধরে বিদ্যুৎহীন!

বিদ্যুৎতের অভাবে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ বন্ধ। সহজ-সরল জনজাতি পরিবারগুলি তিতিবিরক্ত হয়ে গাঁটের টাকা খরচ করে বৃহস্পতিবার গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরে আসেন। বেসরকারি কর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র না পেয়ে, অসহায় পরিবার গুলি বিদ্যুৎ দপ্তরের সামনে পথ অবরোধ করে বসে। মুহুর্তের মধ্যে অবরোধের দুই পাশে যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে ছোটে আসে গন্ডাছড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।
বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং অবরোধ কারিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *