খেলাধুলার উন্নয়নে প্রসার ঘটছে: মুখ্যমন্ত্রী!!


অনলাইন প্রতিনিধি:-রাজ্য খেলাধুলায় ক্রমশই এগিয়ে যাচ্ছে।খেলাধুলায় উন্নয়ন ও প্রসার ঘটছে দারুণভাবে। ফুটবল হোক বা জিমনাস্টিক্স, সুইমিং, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন সহ আরও অনেক ইভেন্টেই রাজ্য খেলাধুলায় নাম করছে। বিশেষ করে স্কুলস্তরের খেলাধুলায়। এর মধ্যে রাজ্য ফুটবলেও দারুণভাবে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার উমাকান্ত মাঠে নীলজ্যোতি রাখাল শিল্ড নকআউট ফুটবলের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

শিল্ডে চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাব ও রানার্স ব্লাডমাউথ ক্লাব দু’দলকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাব দলের হাতে প্রাইজমানি ষাট হাজার টাকা এবং ট্রফি তুলে দেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকারের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইস্টবেঙ্গল ও মোহনবাগান দু’দলেরই অধিনায়ক ছিলেন কোনও এক সময় গৌতম সরকার। তিনি এর আগেও আগরতলায় এসেছিলেন। আজ তার সঙ্গে আমার কথা হলো। তিনি বললেন, ত্রিপুরায় খেলাধুলায় এতো সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে। যা আগে ছিল না। মুখ্যমন্ত্রী বলেন, আমি তাকে অবগত করেছি এই রাজ্যের খেলাধুলার পরিকাঠামো সম্পর্কে। একাধিক অ্যাস্টো টার্ফ ফুটবল গ্রাউন্ড গড়ে তোলার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়ন করতে গেলে কোচিংয়ের উপর বিশেষভাবে জোর দিতে হবে। খেলোয়াড়দের ভালো খাওয়া দাওয়া দিতে হবে।খেলাধুলার উন্নয়নে কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া স্কিম আগেই চালু করেছে। খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে রাজ্যেও খেলো ত্রিপুরা স্কিম নিয়ে আসা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার, বিধায়ক প্রমোদ রিয়াং, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ, টিএফএর সভাপতি প্রণব সরকার প্রমুখ। অনুষ্ঠানে রানার্স ব্লাডমাউথ ক্লাব দলের হাতে প্রাইজমানি চল্লিশ হাজার টাকা তুলে দেন টিএফএর সভাপতি প্রণব সরকার এবং ট্রফি তুলে দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে ফেয়ার প্লে ট্রফি কল্যাণ সমিতিকে দেওয়া হয়। এই ট্রফি তুলে দেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। ছিলেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বণিক, সহ সভাপতি সুভাষ ঘোষ, সচিব সন্তোষ গোপ ও যুগ্ম সচিব উমা শংকর ভট্টাচার্য প্রমুখ। সর্বোচ্চ স্কোরার পুরস্কার পেয়েছেন ব্লাডমাউথ ক্লাব টিমের এল মিলন সিং। ফোরাম ফর লাইফ মেম্বার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এক হাজার টাকা অর্থরাশি ও ট্রফি দেওয়া হয়। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড ক্লাব টিমের সেন্থামিলিস। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড ক্লাব দলের লিয়াঙ্গু। এক হাজার টাকা পুরস্কার ছিল। এর বাইরে বিধায়ক প্রমোদ রিয়াং ব্যক্তিগতভাবে তিন হাজার অর্থ রাশি পুরস্কার দিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ বিজয়ীকে।