August 26, 2025

খুশি প্রদ্যোত কিশোর,ভিসি নির্বাচন বিলম্ব কেন ২ নোটিশ দিলো সুপ্রিম কোর্ট!!

 খুশি প্রদ্যোত কিশোর,ভিসি নির্বাচন বিলম্ব কেন ২ নোটিশ দিলো সুপ্রিম কোর্ট!!

অনলাইন প্রতিনিধি :-অবিলম্বে ত্রিপুরা স্বশাসিত জিলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন করার দাবিতে দায়ের করা মামলায় জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে জবাব জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়াকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নোটিশ ইস্যু করেছে। এই নোটিশ ইস্যু নিয়ে খুশি তিপ্রা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, জনগণের গণতান্ত্রিক আধিকারিক হরণে আমি চুপ থাকতে পারি না।নোটিশ জারি করার জন্য তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের জনগণ দীর্ঘদিন ধরে এই বিলম্বের কারণে ভুগছে। যারা এই অবস্থা তৈরি করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। সাথে তিনি যোগ করেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থাকলেই যদি কেউ জনজাতি জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ত্রিপুরার জনজাতিরা সাংবিধানিক অধিকার অনুযায়ী স্থানীয় স্বশাসনের সুযোগ পাওয়ার অধিকার রাখেন। তাদের অধিকার হরণ করা হলে আমি চুপ করে বসে থাকবো না।
উল্লেখ্য,২০১৬ সালের চব্বিশ ফেব্রুয়ারী শেষবার ত্রিপুরা স্বশাসিত জিলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও ত্রিপুরায় আজ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে ভিলেজ কমিটির মেয়াদ সমাপ্ত হয়েছে। ওই সময় করোনার প্রকোপের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। ভিলেজ কমিটির নির্বাচনের দাবি জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে একটি মামলায় বিচারপতি অরিন্দম লোধ ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন। এখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচনে বিলম্বের কারণ জানতে চেয়ে নোটিশ জারি করেছে।
এদিকে, সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ্যে আসতেই ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে সরব হলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত ভারতবর্ষে বিচার ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে বলেন, রাজ্যে যারা গত পাঁচ বছর ধরে ভিলেজ কমিটির নির্বাচন করলেন না। তারা এখন কী বলবেন? তবে সুপ্রিম কোর্টের রায়ের পর একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে, ত্রিপুরাতে এখন তাদের ভিলেজ কমিটির নির্বাচন করতেই হবে। রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা আর পালাতে পারবে না।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরাতে ভিলেজ কমিটির নির্বাচন ঘিরে যারা এতদিন পর্যন্ত আমাদের দাবিয়ে রেখেছিলেন, তারা এখন কোথায়? এদের ঔদ্ধত্যপনার দৌলতে আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সারা দেশবাসী জানতে পারলেন ত্রিপুরার গ্রামে গত পাঁচ বছর ধরে ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না। এর থেকে লজ্জার কি হতে পারে। একমাত্র রাজ্যে গ্রাম পাহাড়ে ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ার খেসারত দিচ্ছেন রাজ্যের মানুষ। গ্রাম পাহাড়ের উন্নয়নমূলক কাজকর্ম পর্যন্ত সঠিকভাবে রূপায়িত হয়নি।
তিনি বলেন, আগরতলা পুর নিগম, বিভিন্ন পুর কাউন্সিল নির্বাচন এবং বিধানসভা ও লোকসভার উপনির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হচ্ছে।অথচ রাজ্যের গ্রামের মানুষকে বঞ্চিত করে পাঁচ বছর ধরে ত্রিপুরাতে ভিলেজ কমিটির নির্বাচন করা হলো না। মানুষকে এভাবে ঠকানো হয়েছে। প্রথমে কোভিডের অজুহাতে, ব্রু শরণার্থীর সমস্যার অজুহাতে ভিলেজ কমিটির নির্বাচন করা হয়নি। শুধু তাই নয়, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ আসার পরও নানা অজুহাতে নির্বাচন হয়নি। এরপর একপ্রকার বাধ্য হয়ে রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন এবং গণতান্ত্রিক — অধিকার, ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টে গেলাম। যদিও আমাকে সরকারের জোট শরিক দল, এই অজুহাতে অনেকেই সুপ্রিম কোর্টের মামলা না করার জন্য বলেছিলেন। তবে আমার একটাই লক্ষ্য ছিল রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন করতেই হবে। আজ সুপ্রিম কোর্টের রায়ের পর যারা আমার বিরুদ্ধে ছিলেন তারা কোথায়? তিনি বলেন, গ্রামের মানুষকে আর্থিকভাবে বিপন্ন করে রাজনৈতিক শ্রীবৃদ্ধি আমার পক্ষে সম্ভব হবে না। আমি রাজ্যের ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে পথে আছি এবং থাকবো। আইপিএফটি, তিপ্রা মথা, জনজাতি মোর্চা, গণমুক্তি পরিষদ সবাই পৃথকভাবে আন্দোলন করছেন।অথচ সবার দাবি ভূমির অধিকার, ভাষার অধিকার, ১২৫তম সংবিধান সংশোধনী
এডিসিতে সরাসরি অর্থ প্রদান, রোমান স্ক্রিপ্ট। কিন্তু আমাদের আন্দোলন চলছে
পৃথকভাবে।এর জন্যেই আমাদের নিয়ে ছেলেখেলা হচ্ছে।এই পরিস্থিতিতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে পথে নামার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *