December 11, 2025

খিলপাড়ায় সিএনজি অ্যান্ড পিএনজি স্টেশনের উদ্বোধন,রাজ্যে ২৫৫ কিমি দৈর্ঘ সিএনজি গ্রিন কোর্ট তৈরি হয়েছেঃ মুখ্যমন্ত্রী!!

 খিলপাড়ায় সিএনজি অ্যান্ড পিএনজি স্টেশনের উদ্বোধন,রাজ্যে ২৫৫ কিমি দৈর্ঘ সিএনজি গ্রিন কোর্ট তৈরি হয়েছেঃ মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার বিকাল তিনটায় খিলপাড়ায় সিএনজি অ্যান্ড পিএনজি স্টেশন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (টিএনজিসিএল), গেইল ও এজিসিএলের যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি ঘোষণা করেছে গোমতী জেলার প্রথম মাদার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস স্টেশন উদ্বোধন এবং উদয়পুর পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) সরবরাহের আনুষ্ঠানিক সম্প্রসারণ হয় আজ। ত্রিপুরার দক্ষিণ অঞ্চেেল পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো খিলপাড়া, উদয়পুরে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো খিলপাড়ার প্রথম সিএনজি স্টেশন। এই গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এর মাধ্যমে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে দূষণমুক্ত, সাশ্রয়ী এবং প্রযুক্তিনির্ভর করতে সরকারের প্রত্যয়ের আরও একটি দৃঢ় পদক্ষেপ যুক্ত হলো। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্পমন্ত্রী সান্তনা চাকমা সহ বিধায়কদ্বয় যথাক্রমে জিতেন্দ্র মজুমদার ও অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার কে কিরণ কুমার সহ দপ্তরের অধিকর্তা প্রণয়পাত্রা সহ অন্যান্য আধিকারিকগণ। প্রত্যেকেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের এই উদয়পুরের ত্রিপুরা সবুজ জ্বালনি অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। উদয়পুরে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড টিআইডিসিএল, গেইল ও এজিসিএলের যৌথ উদ্যোগে গঠিত এই কোম্পানি গোমতী জেলার প্রথম মাদার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস স্টেশন খিলপাড়া চালু হবার ফলে এই অঞ্চলের মানুষের জন্য পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানির রূপান্তরের নেতৃত্ব দিয়ে যাবে। রক্তারা বলেন, খিলপাড়া মাদার সিএনজি স্টেশনের চালু হওয়ার পর ত্রিপুরার পরিবহণ ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানির নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। ২০১৮ সালে দুইটি নতুন ভৌগোলিক এলাকায় অনুমোদন পাওয়ার পর টিএনজিসিএল ৩১টি নতুন সিএনজি স্টেশন স্থাপন করেছে এবং বর্তমানে মোট ৩৯টি স্টেশন চালু রয়েছে যা পঞ্চাশ হাজারেরও বেশি সিএনজি চালিত যানবাহনকে সেবা দিচ্ছে। খিলপাড়া স্টেশন শুধুমাত্র একটি জ্বালানি কেন্দ্র নয় এটি একটি কৌশলগত অবকাঠামো যা আরও পরিচ্ছন্ন পরিবহণ ও কম নির্গমন নিশ্চিত করবে। অটো রিকশা চালক, ট্যাক্সি মালিক ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জন্য সাশ্রই জ্বালানি সরবরাহ করবে। গণপরিবহণের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি আরও বলেন, সড়ক পরিবহণ ব্যাহত হলেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখবে ও ত্রিপুরা দীর্ঘমেয়াদি সবুজ উন্নয়ন ও টেকসই গতিশীলতাকে এগিয়ে নিয়ে যাবে। টিএনজিসিএল রাজ্যজুড়ে ২৫৫ কিলোমিটার দীর্ঘ সিএনজি গ্রিন কোর্ট তৈরি করেছে। পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাওয়ায় নতুন খিলপাড়া মাদার স্টেশন গোমতী জেলার সিএনজি গ্রাহকদের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। এটি জেলার সমস্ত ডটার স্টেশনের সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। এই স্টেশনের নির্মাণে টিএনজিসিএল প্রায় আট কোটি বিনিয়োগ করা হয়েছে। আগামীদিনেও রাজ্যকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *