জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে সাধারণ মানুষের ঢল শেষ শ্রদ্ধা জানাতে পৌছালেন জয়শংঙ্করও!!
অনলাইন প্রতিনিধি :- খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে সাধারণ মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউতে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বেলা সাড়ে ১১টায় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদার রয়েছে। মায়ের কফিনের পাশে বসেই কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়ছে। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অন্যত্র বিকল্প হিসেবে কয়েকটি পথ খুলে রাখা হয়েছে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে আসছেন। অনেকের হাতে দেশের জাতীয় পতাকা ও দলের পতাকা দেখা গেছে, আবার কারও হাতে রয়েছে কালো পতাকা।