খবরের জের, তথ্য বাণিজ্যিক,প্রতিষ্ঠান থেকে ২৪ ঘন্টার মধ্যেই তুলে নেওয়া হলো ট্রান্সফরমার!!

অনলাইন প্রতিনিধি :-খবরের জেরে ২৪ ঘন্টার মধ্যেই আগরতলা লিচুবাগানস্থিত তথ্য ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার তুলে নিলো বিদ্যুৎ নিগম। এই ঘটনায় এখন পুরো বিষয়টি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে, প্রকাশিত খবর সম্পূর্ণ সঠিক ছিলো। বিদ্যুৎ নিগমের এম ডিকে নানাভাবে প্রভাবিত করে সম্পূর্ণ বিনামূল্যে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি শুধুমাত্র নিজেদের স্বার্থে ওই উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসিয়ে ছিলো। যদি যাবতীয় নিয়ম মেনে ন্যায্যমূল্যে ট্রান্সফরমার ক্রয় করে বসানো হতো, তাহলে বিদ্যুৎ নিগম ট্রান্সফরমার বসিয়ে ৪৮ ঘন্টার মধ্যে তা আবার সেখান থেকে তুলে নিলো কীভাবে?এর থেকে কী প্রমাণ হয়। প্রকাশিত সংবাদ সঠিক ছিলো, নাকি ভুল ছিলো? জনমনে এখন এই প্রশ্ন উঠেছে।
উল্লেখযোগ্য ঘটনা হলো, প্রকাশিত সংবাদে ওই তথ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানটির নামধাম কিছুই উল্লেখ ছিলো না। অথচ খবর প্রকাশের পর ওই তথ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানটি নিজেদের লেটারপ্যাডে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে দুই পাতার চিঠি দিয়েছে পত্রিকা দপ্তরে। প্রতিবাদ পত্রে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি নাকি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশপ্রণোদিত।ভুয়ো সংবাদ প্রচার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে এধরনের অসত্য সংবাদ প্রচার করা হয়েছে।আরও বলা হয়, প্রতিষ্ঠান কোনো ধরনের উপহার বা বেআইনি সুবিধা নেয়নি বিদ্যুৎ নিগম থেকে। এখানে একটা কথা বলতেই হবে, দৈনিক সংবাদ সঠিক তথ্য নিয়েই সংবাদ পরিবেশন করে। কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার বিন্দুমাত্র উদ্দেশ্য বা প্রয়াস দৈনিক সংবাদের নেই।