August 3, 2025

ক্লাব মানেই ছিল অস্ত্রের ঝঙ্কার: মুখ্যমন্ত্রী !!

 ক্লাব মানেই ছিল অস্ত্রের ঝঙ্কার: মুখ্যমন্ত্রী !!

অনলাইন প্রতিনিধি :-৭০ এর দশকে ক্লাব মানেই ছিল অস্ত্রের ঝঙ্কার,জায়গা দখলের প্রচেষ্টা। সাম্রাজ্যবাদী চিন্তাধারা পোষণ করে চলতো তারা। এবং এতে করে অশান্তির সৃষ্টি হতো। কিন্তু বর্তমানে আর সেই সংস্কৃতি নেই। গোটা রাজ্য জুড়ে সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। রবিবার পোল স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলি বললেন উক্ত শিবিরের উদ্বোধক তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। তিনি আরও বলেন, ত্রিপুরার জাতি-জনজাতি সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাইলেও একটা অংশের মানুষ সেই শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে প্রতিনিয়ত। কিন্তু মানুষ এখন বুঝতে পারে শান্তি শৃঙ্খলা না থাকলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এবং এই শান্তি শৃঙখলা বজায় রাখার ক্ষেত্রে ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ক্লাবগুলোকে এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এধরনের আয়োজনের জন্য ক্লাবকে এবং রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি।
এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৫৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *