শক্তি সংরক্ষণে ফের রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলো ত্রিপুরা!!
ক্রেতাস্বার্থে ভূমিকা নিতে হবে লিগ্যাল মেট্রোলজিকে: সুশান্ত!!
অনলাইন প্রতিনিধি :- ক্রেতা স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য এবং দেশ জুড়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লিগ্যাল মেট্রোলজি। শুক্রবার রাজধানীর একটি বেসরকারী হোটেলে আইনি পরিমাপের আইন শীর্ষক একটি আলোচনাসভায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

ত্রিপুরা সরকারের খাদ্য, গণবিতরণ ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীনে আইনি পরিমাপ শাখার আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী পণ্যের মান বজায় রাখতে ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভোক্তা স্বার্থ সুরক্ষিত রাখতে বাণিজ্যিক লেনদেনে ব্যবহৃত ওজন এবং পরিমাপ যন্ত্রের মানসম্মতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

দেশ ও রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্ব রয়েছে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের নৈতিক আচরণ সহ সার্বিক ভাবে মেট্রোলজি আইন সম্পর্কে জনসচেতনতার উপর। এছাড়াও ক্রেতাদের তাদের দৈনন্দিন কেনাকাটায় সঠিক ওজন এবং পরিমাপের গুরুত্ব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আইনি পরিমাপ আইনের সাম্প্রতিক সংশোধনী এবং আইনি পরিমাপের ক্ষেত্রে ভারত সরকারের ভবিষ্যৎ নীতিমালার উপর আলোকপাত করেন খাদ্যমন্ত্রী।অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, গণবিতরণ ও ভোক্তা বিষয়ক বিভাগের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি বিভাগের অধিকর্তা আশুতোষ আগরতলা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল মেট্রোলজির অধিকর্তা ডঃ রাজেশ্বর কুমার এবং রাজ্যের লিগ্যাল মেট্রোলজি বিভাগের কন্ট্রোলার সুমিত লোধ। তাছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত মহকুমা আধিকারিক সহ ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, ন্যায্য মূল্যের দোকান পরিচালনাকারী সমিতির সদস্য, লিগ্যাল মেট্রোলজির সাথে যুক্ত ব্যবসায়ী, হোটেল শিল্প সমিতি, বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রতিনিধি এবং লিগ্যাল মেট্রোলজি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।
