ক্রীড়া পরিকাঠামো রক্ষণাবেক্ষণে গুরুত্ব, আগষ্ট-সেপ্টেম্বরে বড় দুই আসর নিয়ে বৈঠক ক্রীড়া মন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের খেলাধুলার সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্রীড়ামন্ত্রীর সভাপতিত্বে ক্রীড়া দপ্তরের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুঠিত হয়ে গেলো আজ। একই সঙ্গে রাজ্যে পূর্বোত্তর এনএসএস উৎসব এবং স্কাউট গাইডদের জন্য ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত থিমে’ রাজ্যে প্রথমবারের মতো হতে চলা জাতীয় ইন্টিগ্রেশন ক্যাম্পের আয়োজন নিয়েও বৈঠক হয় এ দিন। ক্রীড়া দপ্তরের তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এ দিন। সবকটি বৈঠকেই হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। ছিলেন ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ও ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ সহ দপ্তরের বিভিন্ন অফিসাররা। বেলা এগারোটায় প্রথম বৈঠক হয় পূর্বোত্তর এনএসএস উৎসবের আয়োজন নিয়ে। বৈঠকে ঠিক হয়েছে আগামী ২৩-২৭ আগষ্ট আগরতলায় পূর্বোত্তর এনএসএস উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক ত্রিপুরা সহ পূর্বোত্তরের মোট আটটি রাজ্য তাতে অংশ নেবে। এর পরে দ্বিতীয় বৈঠক হয় জাতীয় ইন্টিগ্রেশন ক্যাম্পের আয়োজন নিয়ে। যা আগামী ৯-১৩ সেপ্টেম্বর আগরতলায় হচ্ছে। শহিদ ভগৎ সিং যুব আবাসে তা হবে। জাতীয়স্তরের এই কর্মসূচি হলেও নেপাল, ভুটান, বাংলাদেশ ও মায়ানমার থেকে প্রতিনিধি আসবে এতে অংশ নিতে। এরপরে হয় ক্রীড়া দপ্তরের পর্যালোচনা বৈঠক।

বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ক্রীড়ামন্ত্রী।রাজ্যের খেলাধুলার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। দপ্তরের বিভিন্ন কাজকর্ম, প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়েছে এই বৈঠকে। ক্রীড়া দপ্তর সহ বিভিন্ন জেলা দপ্তরগুলোর অফিসাররা এই বৈঠকে ছিলেন। সারা রাজ্যে খেলাধুলার যে সমস্ত পরিকাঠামো গড়ে উঠেছে সেগুলো নিয়ে যেমন বিশদ আলোচনা হয় তেমনি সেগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তরফে নাকি রাজ্যে কী ক্রীড়া পরিকাঠামো রয়েছে তার একটা রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্যের খেলাধুলার যে সমস্ত ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠেছে তার একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি গোটা রাজ্যে ক্রীড়া দপ্তরের নিজস্ব খেলাধুলার যে সমস্ত ক্রীড়া পরিকাঠামো, মাঠঘাট রয়েছে তা তদারকি করার জন্য সদর দপ্তরে একজন অ্যাসেট তথা নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী সময়ে সবকটি জেলাতে একইভাবে একজন অফিসারকে এ বিষয়গুলো তদারকি করতে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। এমনটাই খবর ক্রীড়া দপ্তর সূত্রে। এদিকে, পানিসাগর শারীর শিক্ষণ আঞ্চলিক কলেজের সহকারী অধ্যাপক হিসাবে চাকরি পাওয়া দুইজনের হাতে আজ অফার তুলে দেন ক্রীড়ামন্ত্রী।
