August 2, 2025

কোটি কোটি টাকা লুঠ বাণিজ্যে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সংস্থা!!

 কোটি কোটি টাকা লুঠ বাণিজ্যে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সংস্থা!!

অনলাইন প্রতিনিধি:- সড়ক নির্মাণের নামে কোটি কোটি টাকা লুঠ বাণিজ্যের ধারাবাহিক তথ্যভিত্তিক খবরের ভিত্তিতে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকারের সড়ক নির্মাণ দপ্তর। উত্তর জেলার ভাংমুন-সিংলুম প্যাকেজ ট্যুর সড়ক নির্মাণ সংস্থা জেএসআর কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং কৈলাসহর-কুর্তি প্যাকেজ থ্রির নির্মাণ সংস্থা এ কে এন্টারপ্রাইজ নির্মাণ সংস্থাকে টার্মিনেট করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সড়ক নির্মাণ সংস্থা এন এইচ আই ডি সি এল। ভাংমুন-সিংলুম সড়কে বরাদ্দ ছিল ৩৫৪ কোটি টাকা এবং কৈলাশহর-কুর্তি জাতীয় সড়ক নির্মাণে বরাদ্দ ১৭৪ কোটি টাকা। এই দুইটি নির্মাণ সংস্থাকে টার্মিনেট করে দিলেও ভাংমুন-সিংলুম জাতীয় সড়ক নিয়ে কোনও বিকল্প সিদ্ধান্ত না নিলেও কৈলাসহর-কুর্তি কদমতলা প্যাকেজ থ্রির সড়ক নির্মাণের দায়িত্ব ব্রহ্মপুত্র কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি নতুন নির্মাণ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কাজের গুণগত মান যথাযথ রক্ষা হচ্ছে না বলে অভিযোগ। এ কে এন্টারপ্রাইজকে টার্মিনেট করে যদি কৈলাসহর-কুর্তি কদমতলা জাতীয় সড়কের কাজ ব্রহ্মপুত্র কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডকে দেওয়া যা তাহলে ভাংমুন-সিংলুম সড়ক নিয়ে কোনও বিকল্প সিদ্ধান্ত নেওয়া হলো না কেন – এই প্রশ্ন উঠেছে। ভাংমুন-সিংলুম এলাকায় বসবাসকারী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে বেহাল রাস্তার কারণে। এদিকে লালছড়া-কাঞ্চনপুর জাতীয় সড়কের নির্মাণ সংস্থা জে কে এমের কাজ মুখ থুবড়ে পড়েছে। এই সড়কে দেও নদীর উপর নির্মিত পাঁকা সেতুর কাজ বন্ধ হয়ে পড়ে আছে এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের সড়ক নির্মাণ সংস্থা এন এইচ আই ডি সি এলের উত্তরের জি এম বিদ্যাসাগর মিলের দায়িত্বহীনতার কারণে উত্তর জেলার অধিকাংশ জাতীয় সড়কের কাজ মুখ থুবড়ে পড়েছে। এদিকে পিডাব্লিও ডির (এন এইচ) দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার পরমানিক জমাতিয়া জানান, এন এইচ ডি সি এলের সড়ক নির্মাণের কাজ নিয়ে রাজ্য সরকার খুশি নয়। এন এইচ আই ডি সি এলকে নোটিশ জারি করা হয়েছে কিন্তু তার এখনও পর্যন্ত কোনও স্পষ্টীকরণ বা জবাব দিতে পারেনি বলে এন এইচ এর মুখ্য বাস্তুকার পরমানিক জমাতিয়া জানান এদিকে কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রকের বরাদ্দ অর্থে রাজ্যের ৩০টি সড়ক নির্মাণের কাজ করছে কেন্দ্রীয় সড়ক নির্মাণ দপ্তরের আয়তাধীন এন এইচ আই ডি সি এল। সব মিলিয়ে এগারো হাজার নয়শ বিরাশি কোটি তিন লক্ষ টাকার প্রজেক্ট কস্ট। রাজ্যের বুকে জাতীয় সড়ক নির্মাণ কাজের গুণগতমান যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু রাজ সরকারের তরফে এই ব্যাপারে কোনও নজরদারি করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সব চেয়ে বেশি অভিযোগ উত্তরের জিএম বিদ্যাসাগর মিলের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *