August 2, 2025

কৈলাসহরে ভালো সংখ্যক বোলার স্পট করা হয়েছে

 কৈলাসহরে ভালো সংখ্যক বোলার স্পট করা হয়েছে

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || শেষ হলো টিসিএর রাজ্যব্যাপী জুনিয়রস্তরের পেস বোলার ও স্পিন বোলারের নতুন প্রতিভার খোঁজে ওপেন ট্রায়াল ক্যাম্প।অনূর্ধ্ব উনিশ,অনূর্ধ্ব ষোল পেস বোলারদের ক্যাম্প ত্রিশ এপ্রিলই শেষ হয়ে গিয়েছিল।আজ কৈলাসহরের আরকেআই স্কুল মাঠে শেষ পর্যায়ের স্পিন বোলার ক্যাম্প শেষ হয়।আর এর মধ্য দিয়েই টিসিএর পেস-স্পিন বোলিংয়ের ওপেন ট্রায়াল ক্যাম্পের প্রথম পর্ব বাছাই বা চিহ্নিত পর্ব শেষ হলো।এবার ক্রিকেটারদের(পেস, স্পিন বোলার)নিয়ে মূলপর্বের ক্যাম্প শুরুর অপেক্ষা।অবশ্য এখন দেখার পেস, স্পিন বোলার খোঁজার পর প্রতিভাবান ব্যাটার ও উইকেটকিপার খোঁজে এই ধরনের রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল ক্যাম্প করার কোনও উদ্যোগ টিসিএ নেয় কি না।এদিকে, তেসরা মে শান্তিরবাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে নতুন স্পিন বোলারের খোঁজে দুই বিভাগের ওপেন ট্রায়াল ক্যাম্পে মাত্র দশজন যোগদান করলেও আজ কিন্তু কৈলাসহরের আরকেআই মাঠে অংশগ্রহণকারীদের সংখ্যা বড়ই। জানা গেছে, আরকেআই মাঠে অনূর্ধ্ব উনিশ বিভাগে সাতাশজন এবং অনূর্ধ্ব ষোল বিভাগে কুড়িজন মোট সাতচল্লিশজন অংশ নেয়। তাদের নিয়েই ট্রায়াল ক্যাম্প হয়। অনেকটা নেট প্র্যাকটিসের মতোই স্পিন বোলারদের বোলিং প্রতিভা পরখ করে নেন বিসিসিআই লেভেল টু কোচ ড. পল্লব দাসগুপ্ত ও তার দুই সহকারী টিসিএর কোচ কিশোর মুহুরী ও অনুপম দে। নেটে উইকেটের সামনে ব্যাটার ও পেছনে উইকেটকিপার রেখেই ক্যাম্পে যোগদানকারী স্পিনারদের বোলিং করানো হয়। সবাইকে অনেক সুযোগও দেওয়া হয়। কতজনকে স্পট করা হয়েছে এই প্রশ্ন করা হলে ড. পল্লব দাসগুপ্তরা সরাসরি সংখ্যাটা না বললেও জানান, ভালো সংখ্যক ক্রিকেটারকেই তারা স্পট করেছেন।এখন তিনজন আলোচনা করেই তাদের নাম টিসিএতে জমা দেবেন স্পটাররা জানিয়েছেন।তাদের মতে, যাদের স্পট করা হয়েছে তারা যদি পরিশ্রম করে যায় এবং প্র্যাকটিসে সময় দেয় তাহলে আগামীতে রাজ্য ক্রিকেটের জন্য সম্পদ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *