কেরলে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার থাবা,উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি :- কেরলে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবা। সম্প্রতি বিরল এই রোগের থাবায় আক্রান্ত হয়ে এক নাবালকের মৃত্যু হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।তিরুঅনন্তপুরমের বাসিন্দা ওই নাবালক সম্প্রতি সেখানকার জনপ্রিয় আক্কুলাম গ্রামে তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে একটি সুইমিং পুলে তারা স্নান করতে নামে। ফিরে আসার কিছু দিনের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। তাঁর মস্তিষ্কে সমক্রমণ হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সুইমিং পুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার জন্য জলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। হিসাব বলছে, কেরলে এবছর এখনও পর্যন্ত মোট ৬৭ জন বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের।