August 20, 2025

কেন দিল্লিতে এসে মুখ্যমন্ত্রীকে সপাটে চড় মারলেন? সামনে এল তথ্য!!

 কেন দিল্লিতে এসে মুখ্যমন্ত্রীকে সপাটে চড় মারলেন? সামনে এল তথ্য!!

অনলাইন প্রতিনিধি :- হামলাকারী রাজেশ খিমজির মা জানিয়েছেন ভানু জানিয়েছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সুপ্রিম কোর্টের দেওয়া দিল্লির পথকুকুরদের শেল্টারে স্থানান্তরের নির্দেশ নিয়ে ক্ষুব্ধ ছিলেন রাজেশ। শীর্ষ আদালতের নির্দেশের পরই রাজেশ দিল্লি গিয়েছিলেন। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হতে পারে আজকের এই ঘটনা। অন্যদিকে, সূত্রের দাবি, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর জনশুনানিতে গিয়েছিলেন সাহায্য চাইতে। তাঁর এক আত্মীয় গ্রেফতারির নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। কয়েকজনের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও পুলিশের তরফে এই বিষয়ে এখনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধৃত ব্যক্তি বেশ কিছু নথি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। কথাবার্তার মাঝেই হঠাৎ তিনি চিৎকার করতে থাকেন এবং তারপরই মুখ্যমন্ত্রীকে চড় মারেন।আরও জানা গিয়েছে, অভিযুক্ত রাজেশ খিমজি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে ১৯ তারিখ রেইকি করেছিলেন। শালিমার বাগের বাসভবনের সামনে মিলেছে সেই রেইকি করার সিসিটিভি ফুটেজ। অতীতেও তাঁর বেশ কিছু অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *