August 2, 2025

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেলো নিলেট!!

 কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেলো নিলেট!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো শুক্রবার। উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্য ত্রিপুরায় আরও একটি কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেলো এ দিন। গুয়াহাটি থেকে এই কেন্দ্রীয় নিলেট বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ আরও অনেকে।এ দিন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের আর কে নগরে অবস্থিত নিলেট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে শিক্ষা জগতের স্বর্ণ দোয়ার খুলে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা চাইছেন শিক্ষাব্যবস্থার উন্নয়ন। দক্ষ যুবক গোষ্ঠী তৈরি করার লক্ষ্য। তিনি আগামী দিনে এই নিলেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বহু দূর এগিয়ে যেতে পারবে বলে আশা ব্যক্ত করেন। বিধায়ক বলেন, খয়েরপুরের মুকুলে আরও একটি নতুন পালক যুক্ত হয়েছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সঙ্গে এক খয়েরপুর শ্রেষ্ঠ খয়েরপুর করার কাজ চলছে বলে জানান তিনি। নিলেট কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ছিলেন কলেজের অধ্যক্ষ অনুরাগ মাথুর সহ অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *