September 24, 2025

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, জিএসটি সংস্কার,সুফল জানতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাংসদ শ্রীদেব!!

 কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, জিএসটি সংস্কার,সুফল জানতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাংসদ শ্রীদেব!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় ও রাজ্য
সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুফল রাজ্যের সুবিধাভোগীরা সঠিকভাবে পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার জিরানীয়ায় দুজন জনজাতি সুবিধাভোগীর বাড়ি পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এ দিন পি.এম-কুসুম প্রকল্পে লাভান্বিত জিরানীয়া বিশ্রামবাড়ি ও পশ্চিম বড়জলায় সুবিধাভোগীদের সাথে কথা বলেন। এই প্রকল্পে জলসেচের জন্য সৌরশক্তি চালিত দুই ঘোড়া পাম্প স্থাপনের জন্য মোট ব্যয় হয় ৩ লক্ষ টাকা। যেখানে কৃষকদের দিতে হয় মাত্র ১৫ হাজার টাকা এবং অবশিষ্ট সম্পূর্ণ টাকা সরকারী ভর্তুকি মিলেছে। এই প্রকল্পের মাধ্যমে কীভাবে তাদের সহায়তা হচ্ছে এবং উৎপাদন ও উপার্জন দুটোই অনেকটাই বেড়েছে, নিজেরাই তা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেবকে। এই প্রকল্পের ফলে খরার সময়ে পর্যাপ্ত জলের সুযোগের ফলে উন্নত ফসল ও লাভের মুখ দেখছেন তারা।
এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের সাপ্তাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে ‘সেবা পাক্ষিক’ অভিযানে ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ
জেলার চাঁনমারিতে উদ্যোগে আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যেখানে বড় মাত্রায় মহিলারা উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণার অঙ্গ হিসেবে এই সংস্কারের ফলে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা, যুবক এবং উদ্যোক্তা সহ সমাজের প্রতিটি অংশের মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তা নিয়ে নরসিংগড় বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের জিএসটি সংস্কারের তথ্য সংবলিত লিফলেট বিলি করে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান এবং ব্যবসায়ীদের সচেতন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *