August 3, 2025

কেন্দ্রকে আরও উদ্যোগ নেওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালতের!

 কেন্দ্রকে আরও উদ্যোগ নেওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালতের!

কেন্দ্রের উপর আস্থা রেখে শুনানি আরও চারদিন পিছিয়ে দিলো দেশের শীর্ষ আদালত । ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন নিয়ে মঙ্গলবার আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কেন্দ্র । বুধবার শুনানি শুরুও হয়েছিল , কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বলেন , নির্বাসন সমস্যা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র । মঙ্গলবার ফিফার প্রতিনিধির সঙ্গে দু – দুবার কথা বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক , আরও আলোচনার প্রয়োজন আছে । সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে এ ব্যাপারে কেন্দ্র খুবই আশাবাদী । কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ মামলার শুনানি স্থগিত করে দেয় । সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা । প্রসঙ্গত উল্লেখ্য , তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কারণে গতকাল অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন তথা ভারতীয় ফুটবলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেণ্ড করেছে ফিফা । এ দিন শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে , এ মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআইএফএফের উপর থেকে কীভাবে নির্বাসন উঠবে ? এআইএফএফ নির্বাসিত হওয়ার ফলে ভারতে আসন্ন মহিলাদের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে । সলিসিটর জেনারেলের বক্তব্যে আপাতত সন্তুষ্ট বিচারপতিরা । তারা জানিয়েছেন , সমস্যা সমাধানে মনে হচ্ছে কেন্দ্র ঠিক পথেই এগোচ্ছে । তাই কেন্দ্রকে আরও কয়েকদিন সময় দিতে চাইছেন বিচারপতিরা । তাই শুনানি চারদিন পিছিয়ে বাইশ আগষ্ট , সোমবার ডাকা হয়েছে । আদালত মনে করছেন , কেন্দ্র সঠিক পথে এগোচ্ছে । জানা গেছে , আদালতের বাইরে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্ৰক থেকে ফিফার সাথে আলোচনা করা হচ্ছে যাতে দ্রুত এআইএফএফ থেকে নির্বাসন তুলে নেওয়া যায় । ফিফা নাকি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে প্রস্তাব দিয়েছে যে , দুটি শর্ত মেনে নিলেই উঠে যাবে নির্বাসন । তবে এক্ষেত্রে সমস্যা হতে পারে ফেডারেশনের নির্বাচনে চব্বিশজন প্রাক্তন জাতীয় ফুটবলারের ভোটাধিকার । মূলত ফেডারেশন থেকে এই নির্বাসন উঠতে দুটি শর্ত দিয়েছে ফিফা । এক , কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে অর্থাৎ সিওএকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং দুই , সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে । দ্বিতীয় শর্ত মানতে হলে করতে হবে নির্বাচন । মোট কথা , নির্বাচন হলেই কেটে যাবে সব কালো মেঘ । যত তাড়াতাড়ি নির্বাচন করা যাবে ততো তাড়াতাড়ি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলে । এ মাসের শেষে অবশ্য ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *