অন্ধ্রপ্রদেশের মন্দিরে একাদশীর ভিড়ে পদপিষ্ট, মৃত অন্তত সাত!শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর!!
কৃষক সভার চাক্কা জ্যাম
দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।।কৃষকদের সাথে প্রতিশ্রুতি খেলাপ,ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ সহ একাধিক দাবিতে রবিবার মোদি সরকারের বিরুদ্ধে চাক্কা জ্যাম আন্দোলন কর্মসূচি গ্রহণ করে সংযুক্ত কিষান মোর্চা। আগরতলা উত্তর গেইট এলাকায় এই কর্মসূচি পালন করে। একই দাবিতে আগামী দিন রাজ্যের প্রতিটি জেলাতেই এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানান রাজ্য কৃষক সভার নেতা পবিত্র কর।
