August 2, 2025

কৃষকের মুখে ফুটলো হাসি!!

 কৃষকের মুখে ফুটলো হাসি!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘবছর ধরে বিকল থাকার পর অবশেষে পুনরায় চালু হলো কৃষি দপ্তরের অধীনে থাকা তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত কোল্ড স্টোরেজটি। ২০০১ সালে তৎকালীন বাম সরকারের আমলে তেলিয়ামুড়া মহকুমা এলাকার আলু চাষীদের সুবিধার কথা চিন্তা করে এই কোল্ড স্টোরেজটি চালু করা হয়েছিল। চালু হওয়ার পর কয়েক বছর ঠিকঠাক চললেও ২০১৮ সালের আগে কোল্ড স্টোরেজটির মেশিন বিকল হয়ে যায়। এতে কৃষকরা বড় সমস্যার মধ্যে পড়ে যায়। সেই বিকল হয়ে পড়ে থাকা কোল্ড স্টোরটি বর্তমানে পুনরায় চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *