August 2, 2025

কুস্তিতে ভারতের জোড়া স্বর্ণপদক

 কুস্তিতে ভারতের জোড়া স্বর্ণপদক

দৈনিক সংবাদ অনলাইনঃ চলতি কমনওয়েলথ গেমসে একের পর এক সাফল্য ভারতের। বিভিন্ন ইভেন্টে সফলতা ছিনিয়ে আনছে ভারতীয় অ্যাথলিটরা। গেমসের অষ্টম দিনেও কুস্তিতে জোড়া স্বর্ণপদক এল ভারতের ঘরে।
শুক্রবার, কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে কুস্তিতে পুরুষদের ৬৫ কেজি বিভাগে কানাডার ম্যাকনেইলকে ৯-২ এ হারিয়ে সোনা জিতলেন বজরং পুনিয়া। এই নিয়ে গেমসে তৃতীয়বার পদক জিতলেন তিনি।
একই দিনে কুস্তিতে মহিলাদের ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী মালিক। কুস্তির প্যাঁচে ক্যামেরুনের প্রতিপক্ষ বার্থে গোলকে পরাজিত করলেন ভারতের সোনার মেয়ে। কমনওয়েলথ গেমসে এই নিয়ে ভারতের ঝুলিতে এল আটটি সোনা।
উল্লেখ্য, শুক্রবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের অষ্টম দিন। এখন পর্যন্ত মোট ২৪ টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ৯ টি সোনা, ৮ টি রুপো এবং ৭ টি ব্রোঞ্জ পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *