August 5, 2025

কারাগার ভেঙে ৬০০ জঙ্গির পলায়ন, নেতৃত্বে বোকো হারাম

 কারাগার ভেঙে ৬০০ জঙ্গির পলায়ন, নেতৃত্বে বোকো হারাম

নাইজেরিয়ার রাজধানীতে ইসলামপন্থী জিহাদিরা একটি কারাগার আক্রমণ করে ছয় শতাধিক অপরাধীকে পালানোর সুযোগ দিয়েছে । কর্তৃপক্ষ দায়ী করেছে বোকো হারামকে । দেশটির অভ্যন্তরীণ মন্ত্রকের স্থায়ী সচিব বলেছেন , আদালত যাদেরকে দীর্ঘকালের কারাদণ্ডাদেশ দেয় , তারাই থাকে এই কারাগারে । এর নাম কুজে ম্যাক্নিমাম প্রিজন । মঙ্গলবার গভীর রাতে খুব উচ্চমানের বিস্ফোরক দ্বারা কারাগারের দেয়াল ভাঙা হয় । এরপর জিহাদিরা ঢুকে পড়ে কারাগারে । পালিয়ে যায় অন্যান্য নিরাপত্তা রক্ষীরা , একজন প্রহরী নিহত হয়েছে দেখে । এটি পূর্ব পরিকল্পিত নিখুঁত আক্রমণ ।

যাদেরকে কারাগার থেকে পালানোর সুযোগ দিয়েছে তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যুক্ত ছিল ইসলামি সন্ত্রাসে । বিস্ফোরণে দেয়াল ভেঙে কারাগারে ঢোকার সময় থেকে নিস্ক্রমন পর্যন্ত আক্রমণকারী জিহাদিরা গুলীও চালিয়েছে । বিস্ফোরণ দ্বারা প্রাচীরে গর্ত বানিয়ে ঢুকে যাওয়ার ঘটনা অভূতপূর্ব । মন্ত্রকের সচিব বলেছেন , এরকম আক্রমণের সামর্থ্য বা ক্ষমতা রাখে শুধু বোকো হারাম । ২০০৯ খ্রিস্টাব্দ থেকে এই সন্ত্রাসীরা অন্তত ৩৫ হাজার মানুষের প্রাণ নিয়েছে এবং ২০ লক্ষাধিক মানুষকে ঘর বাড়ি থেকে তাড়িয়েছে । বোকো হারাম শব্দের অর্থ পশ্চিমী শিক্ষা নিন্দনীয় । এই জঙ্গিরা চায় দেশে ইসলামি শিক্ষা ও শরিয়া আইন অনুযায়ী দেশ চালাতে । আফ্রিকার সবচেয়ে জনবহু দেশ নাইজেরিয়ার খ্রিস্টানরা শান্তিপ্রিয় । অতএব মেইন টার্গেট তারাই । তাদের সাথে সম্পর্ক রাখা অল্প সংখ্যক মুসলিমও আক্রান্ত হয় । দেশটির জনসংখ্যা ২০ কোটি ৬০ লক্ষ । সচিব জানান , পলাতক ছয়শতাধিক জঙ্গির মধ্যে প্রায় ৩০০ ফের আটক হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *