কাজের ক্ষেত্রে আত্মতৃপ্তির কোনো স্থান নেই: মুখ্যমন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-দেশের নগর পরিকাঠামোকে আরও আধুনিক, টেকসই ও বসবাসযোগ্য করে তুলতে ২০২১ সালে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছিল অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (AMRUT) ২.০। এই প্রকল্পের লক্ষ্য শহরাঞ্চলে নিরাপদ পানীয়জল সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং সবুজায়নকে আরও শক্তিশালী করা।
উল্লেখ্য, মঙ্গলবার AMRUT 2.0 প্রকল্পের অধীন আগরতলা পুরনিগম এলাকায় ত্রিপুরা জল বোর্ড বাস্তবায়িত ৪৫ টি ডিটিডব্লিউ, ২৭ টি আইরন রিমুভাল প্ল্যান্ট, ২০৬ কিলোমিটার পাইপলাইন এবং ১৬,২২৪ টি জলের ট্যাপ সংযোগ ব্যবস্থার উদ্বোধন হল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহার হাত ধরে। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চারাগাছে জল সিঞ্চন ও ফলক উন্মোচনের মাধ্যমে উক্ত কর্মসূচীর উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জল বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কান্তি গোপ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এতে করে প্রায় ১১২ কোটি টাকা ব্যয় হবে রাজ্য সরকারের।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলো উদ্বোধনের মাধ্যমে সরকার নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে যে বদ্ধপরিকর রয়েছে তার উদাহরণ আজ দিতে পেরেছে সরকার। প্রতিনিয়ত রাজ্যের উন্নয়নে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে রাজ্য সরকার। এছাড়াও তিনি বলেন, আরও কাজ করতে হবে। এক্ষেত্রে আত্মতৃপ্তির কোনো স্থান নেই। ১০০ শতাংশ স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত উন্নয়ন পৌঁছানোর লক্ষ্যে সকলকে কাজ করার আহবান রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।